Wednesday, November 12, 2025

উধাও কনকনে শীত! পৌষসংক্রান্তিতে পর ফের তাপমাত্রার বড় পতন

Date:

সকাল থেকেই মেঘলা আকাশ। যার জেরে একধাক্কায় অনেকটাই কমল শীত। আগামী ২-৩ দিনে ঠান্ডা আরও কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।অর্থ্যাৎ, পৌষ সংক্রান্তিতে কনকনে ঠান্ডায় পিঠে পুলি খাওয়ার আনন্দ কমছে।

আরও পড়ুন:গেরুয়া সন্ত্রাস কবলিত ত্রিপুরায় শান্তিপূর্ণ ভোটের চ্যালেঞ্জ নিয়ে আগরতলায় মুখ্য নির্বাচন কমিশনার

আলিপুরের আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রিরও বেশি বেড়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তা বেড়ে হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা আরও বেড়ে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে।শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বেলা গড়াতেই পরিষ্কার হবে আকাশ। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন আবহবিদরা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমি ঝঞ্ঝার কারণে কমেছে উত্তুরে হাওয়ার দাপট।তার পরিবর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস রাজ্যে প্রবেশ করছে। সেই কারণেই আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও এর প্রভাব পড়তে পারে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ইতিমধ্যেই থমকে গিয়েছে তাপমাত্রা। কয়েকটি জেলায় পারদ ঊধর্বমুখী। অবশ্য দক্ষিণবঙ্গে তাপমাত্রা উর্ধ্বমুখী হলেও দার্জিলিং-কার্শিয়াঙের মতো জেলাতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। জাঁকিয়ে ঠান্ডা থাকবে চলতি সপ্তাহেও। তবে জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলি ঘন কুয়াশার চাদরে মোড়া থাকবে।

 

Related articles

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...

তুরস্কের সামরিক বিমান দুর্ঘটনা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ফুটেজ!

আজারবাইজান থেকে তুরস্ক ফেরার পথে জর্জিয়ার ভেঙে পড়ল তুরস্কের সামরিক বিমান C-130 (Turkish military cargo plane crashes)। হতাহতের...
Exit mobile version