Monday, August 25, 2025

বিসিসিআই সভাপতির ওপর স্বার্থের সংঘাতের অভিযোগ, খারিজ করল বোর্ডের এথিক্স কমিটি

Date:

Share post:

বিসিসিআই সভাপতি রজার বিনির ওপর স্বার্থের সংঘাতের অভিযোগ করেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার প্রাক্তন আধিকারিক সঞ্জীব গুপ্তা। যদিও সেই অভিযোগ খারিজ করে দেয় বোর্ডের এথিক্স কমিটি। বিসিসিআইয়ের এথিক্স অফিসার বিনীত শরণ জানিয়েছেন, সঞ্জীবের অভিযোগের কোনও ভিত্তি নেই।

রজার বিনির ওপর সঞ্জীব গুপ্তা অভিযোগ আনেন, বিনি বোর্ড সভাপতি, অন্য দিকে তাঁর পুত্রবধূ মায়ান্তি ল্যাঙ্গার সম্প্রচারকারী চ্যানেলে কাজ করেন। এতে স্বার্থের সংঘাত হচ্ছে। বোর্ড সভাপতি হিসাবে বাড়িতে সুবিধা করে দিচ্ছেন রজার বিনি। এর পাল্টা দেয় বিসিসিআইয়ের এথিক্স অফিসার বিনীত শরণ। তিনি বলেন, রজার বিনি পদের সঙ্গে মায়ান্তির কোনও সম্পর্ক নেই। কারণ, মায়ান্তি সম্প্রচারকারী চ্যানেলে চাকরি করেন না। তিনি সেই চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ। বিশেষ কিছু সিরিজ বা প্রতিযোগিতায় সঞ্চালিকা হিসাবে তাঁর সঙ্গে চুক্তি করা হয়। আর সেটা রজার বিনি সভাপতি হওয়ার অনেক আগে থেকে। তা হলে কী ভাবে সেখানে স্বার্থের সংঘাত হল।”

এরপাশাপাশি বিনীত আরও বলেন,” সঞ্জীবের অভিযোগের কোনও ভিত্তি নেই। ভবিষ্যতে এই ধরনের ভুয়ো অভিযোগ করলে সঞ্জীবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ”

সঞ্জীবকে আরও একটি কারণে সতর্ক করেছেন বিসিসিআইয়ের এথিক্স অফিসার। আর সেটি হল, বোর্ডের কাছে কারও বিরুদ্ধে অভিযোগ করার পরে সেই অভিযোগ সংক্রান্ত সব তথ্য অনেক সাংবাদিককে দিয়ে দেন সঞ্জীব। আর এটি নিয়মবিরুদ্ধ। ভবিষ্যতে তাঁকে এটি করতে নিষেধ করেছেন বিনীত।

 

spot_img

Related articles

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...