Wednesday, November 5, 2025

রাস্তায় পাথর রাখা নিয়ে টোটো চালক ব্যবসায়ীর হাতাহাতি, মৃ*ত এক

Date:

হাওড়ার বি গার্ডেন থানা (Howrah B Garden Police Station) সংলগ্ন ভারপট্টি এলাকায় (Bharpatti Area) রাস্তায় পাথর রাখা নিয়ে চা বিক্রেতা (Tea Seller) আর টোটো চালকের (Toto Driver) বচসার খেসারত দিলেন পঞ্চাশোর্ধ এক ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চলার জন্য রাস্তার পাশে পাথর রাখা ছিল। শুক্রবার সন্ধ্যায় রাস্তা থেকে পাথর সরানো নিয়ে এক চা বিক্রেতার সঙ্গে টোটো চালকের গন্ডগোল বাধে। তখনকার মতো পরিস্থিতি সামাল দেওয়া গেলেও, শনিবার সকালে বেশ কয়েকজন টোটো চালক ওই চা বিক্রেতার ওপর চড়াও হন বলে খবর। চা বিক্রেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ ওঠে। এরপর স্থানীয় এক প্রতিবেশী প্রতিবাদ করতে গেলে তাঁকেও বেধড়ক মারধর করা হয়। রাস্তার পাশে তিনি অচৈতন্য হয়ে পড়ে যান। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃ*ত বলে ঘোষণা করেন।

স্থানীয়রা বলছেন হাওড়ার বি গার্ডেন থানা সংলগ্ন ভারপট্টি এলাকায় প্রতিদিনই বেপরোয়া গতিতে টোটো যাতায়াত করে। এর জেরে ছোট বড় দু*র্ঘটনা ঘটতেই থাকে। রাস্তার পাশে পাথর রেখে দিয়েছিলেন স্থানীয়রা যাতে টোটো চালকরা সতর্কভাবে গাড়ি চালান। কিন্তু তাঁরা উল্টে পাথর সরিয়ে দেওয়ার কথা বলেন। সেই নিয়ে বচসার জেরে চা বিক্রেতাকে মারধর করতে শুরু করেন অভিযুক্ত দুই টোটো চালক। পঞ্চাশোর্ধ ব্যক্তিও তাঁদের মারের হাত থেকে রেহাই পান নি। ওই ব্যক্তির মৃ*ত্যুর ঘটনা ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযুক্ত দুই টোটো চালককে গ্রেফতার করার পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশের বিশেষ ফোর্স নামানো হয়েছে বলে খবর।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version