Monday, August 25, 2025

হাওড়ার বি গার্ডেন থানা (Howrah B Garden Police Station) সংলগ্ন ভারপট্টি এলাকায় (Bharpatti Area) রাস্তায় পাথর রাখা নিয়ে চা বিক্রেতা (Tea Seller) আর টোটো চালকের (Toto Driver) বচসার খেসারত দিলেন পঞ্চাশোর্ধ এক ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চলার জন্য রাস্তার পাশে পাথর রাখা ছিল। শুক্রবার সন্ধ্যায় রাস্তা থেকে পাথর সরানো নিয়ে এক চা বিক্রেতার সঙ্গে টোটো চালকের গন্ডগোল বাধে। তখনকার মতো পরিস্থিতি সামাল দেওয়া গেলেও, শনিবার সকালে বেশ কয়েকজন টোটো চালক ওই চা বিক্রেতার ওপর চড়াও হন বলে খবর। চা বিক্রেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ ওঠে। এরপর স্থানীয় এক প্রতিবেশী প্রতিবাদ করতে গেলে তাঁকেও বেধড়ক মারধর করা হয়। রাস্তার পাশে তিনি অচৈতন্য হয়ে পড়ে যান। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃ*ত বলে ঘোষণা করেন।

স্থানীয়রা বলছেন হাওড়ার বি গার্ডেন থানা সংলগ্ন ভারপট্টি এলাকায় প্রতিদিনই বেপরোয়া গতিতে টোটো যাতায়াত করে। এর জেরে ছোট বড় দু*র্ঘটনা ঘটতেই থাকে। রাস্তার পাশে পাথর রেখে দিয়েছিলেন স্থানীয়রা যাতে টোটো চালকরা সতর্কভাবে গাড়ি চালান। কিন্তু তাঁরা উল্টে পাথর সরিয়ে দেওয়ার কথা বলেন। সেই নিয়ে বচসার জেরে চা বিক্রেতাকে মারধর করতে শুরু করেন অভিযুক্ত দুই টোটো চালক। পঞ্চাশোর্ধ ব্যক্তিও তাঁদের মারের হাত থেকে রেহাই পান নি। ওই ব্যক্তির মৃ*ত্যুর ঘটনা ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযুক্ত দুই টোটো চালককে গ্রেফতার করার পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশের বিশেষ ফোর্স নামানো হয়েছে বলে খবর।

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version