Friday, December 19, 2025

­ডার্বিতে জয় ম‍্যানইউর, সিটি-কে হারাল ২-১ গোলে ­

Date:

Share post:

প্রিমিয়ার লিগে অশ্বমেধের ঘোড়ার মতোই ছুটছে এরিক টেন হ্যাগের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শনিবার পিছিয়ে পড়েও চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার সিটিকে ২-১ গোলে হারালেন মার্কাস র‍্যাশফোর্ডরা। এই জয়ের সুবাদে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে উঠে এল ম্যানইউ। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যান সিটি। ৬০ মিনিটে জাক গ্রিলিশের করা গোলে এগিয়ে গিয়েছিল ম্যান সিটি। কিন্তু ৭৮ থেকে ৮২ মাত্র চার মিনিটের ব্যবধানে পরপর দুটো গোল করে ম্যাচ পকেটে পুরে নেয় ম্যানইউ। শুরু থেকেই ম্যাচের লাগাম ছিল ম্যান সিটির দখলে।

যদিও প্রথম সুযোগ এসেছিল ম্যান ইউয়ের সামনে। ১২ মিনিটে ক্রিশ্চিয়ান এরিকসেনের পাস থেকে ফাঁকাও বল পেয়েও গোল করতে পারেননি ব্রুনো ফার্নান্ডেজ। ৩৮ মিনিটে ফের সহজ সুযোগ হাতছাড়া করেন র‍্যাশফোর্ড। বিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। প্রথমার্ধের খেলা শেষ হয়েছিল গোলশূন্যভাবে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর ম্যান ইউকে চেপে ধরেছিল ম্যান সিটি। ৬০ মিনিটে গোল করে সিটিকে এগিয়ে দেন পরিবর্ত হিসেবে মাঠে নামা গ্রিলিশ। কাসেমিরোকে বোকা বানিয়ে তাঁকে বল বাড়িয়েছিলেন কেভিন ডি’ব্রুইন। গোল করতে ভুল করেননি গ্রিলিশ। তবে ৭৮ মিনিটে সেই গোল শোধ করে দেন ব্রুনো। তবে সেই সময় র‍্যাশফোর্ড অফসাইডে ছিলেন বলে পতাকা তুলেছিলেন সহকারী রেফারি। কিন্তু র‍্যাশফোর্ড যেহেতু বল ধরেননি, তাই অফসাইড বাতিল করে গোলের সিদ্ধান্ত দেন রেফারি। ৮২ মিনিটে সেই র‍্যাশফোর্ডের গোলেই তিন পয়েন্ট নিশ্চিত করে ফেলে ম্যান ইউ। ম্যাচের পর অবশ্য রেফারির সিদ্ধান্ত নিয়ে তোপ দেগেছেন পেপ গুয়ার্দিওলা।

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...