জোটবদ্ধ হয়ে বাংলাকে বদনামের চেষ্টা! CPIM-BJP-এর স্বরূপ প্রকাশ্যে আনলেন তৃণমূল বিধায়ক

সিপিএম-এর কর্মী সমর্থকরা তাঁদের কোনও নেতার কথায় আর কাজ করে না এবং কথা শোনেও না। বিজেপি নেতারাও বাইরে যে যাই বলুন তাঁরা নিজেরাই সিপিএম এর সঙ্গে চুক্তি করে নিয়েছে।

0
1

বাংলায় রাম ও বাম (CPIM-BJP) এক। এটা সব সময় প্রমান হয়ে যাচ্ছে। ২০১৯-এর লোকসভা নির্বাচনের (Loksabha Election) সময় থেকেই সিপিএম ও বিজেপি একসঙ্গে জোটবদ্ধ হয়েছে। নির্বাচনের ফলেও দেখা গিয়েছে সিপিএম-এর ভোট গেছে বিজেপির ভোটব্যাঙ্কে। এখন সিপিএম ও বিজেপি এক হয়ে তৃণমূল (TMC) ও বাংলাকে (West Bengal) বদনাম করে যাচ্ছে। সিপিএম ও বিজেপির আঁতাত নিয়ে এবার মুখ খুললেন চুঁচুড়া বিধানসভার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (Asit Majumder)।

তিনি আরও জানান, সিপিএম-এর শীর্ষ নেতৃত্বের দাবি বিজেপির নীতির সঙ্গে তাদের কোনও মিল নেই। আসলে এগুলো শুধু কথার কথা। সিপিএম বলে বাংলায় কিছু নেই। আর সিপিএম-এর কর্মী সমর্থকরা তাঁদের কোনও নেতার কথায় আর কাজ করে না এবং কথা শোনেও না। বিজেপি নেতারাও বাইরে যে যাই বলুন তাঁরা নিজেরাই সিপিএম এর সঙ্গে চুক্তি করে নিয়েছে এবং তৃণমূল আর বাংলার বদনাম করতে উঠেপড়ে লেগেছে।

কয়েকদিন আগেই চুঁচুড়া বিধানসভার অন্তর্গত সুগন্ধা গ্রামপঞ্চায়েতে (Sugandha Panchayat) বিজেপির ডেপুটেশন (Deputation) কর্মসূচিতে দলীয় পতাকা নিয়ে সামিল হতে দেখা গিয়েছে সিপিএম কর্মী সমর্থকদের। আর এই চিত্রই প্রমাণ করে দেয় বাংলায় রাম ও বাম বলে আলাদা কিছু নেই।