Friday, May 9, 2025

শহর বাঁচাতে জলাভূমির সংরক্ষণ জরুরি! বিশেষ পরিকল্পনা রাজ্যের

Date:

Share post:

পূর্ব কলকাতা জলাভূমির রক্ষা ও (Protection of Wetlands) ব্যবস্থাপনায় এবার বিশেষ পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার (Government of West Bengal) । জানা গিয়েছে, সরকারি বিভিন্ন দফতরকে নিয়ে একটি কমিটি (Committee) গঠনের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। পাঁচ বছর মেয়াদী ওই পরিকল্পনা রূপায়ণের আগে সংশ্লিষ্ট কমিটি ওই এলাকার বর্তমান অবস্থা খতিয়ে দেখে সরকারের কাছে রিপোর্ট জমা দেবে। আর তারই ভিত্তিতে ওই পরিকল্পনা রূপায়িত হবে বলে জানিয়েছেন রাজ্যের পরিবেশ মন্ত্রী মানস ভূইঁয়া (Manas Bhunia)।

পরিবেশ মন্ত্রী আরও জানান, ভূমি ও ভূমি সংস্কার, সেচ, পুর ও নগরোন্নয়ন জলসম্পদ এবং পরিবেশ দফতরকে নিয়ে ওই কমিটি গঠন করা হবে। কমিটি জলাভূমির বর্তমান অবস্থা, জমির চরিত্র, জীব বৈচিত্র্য সব খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখবে। কমিটির রিপোর্টের ভিত্তিতে মানুষ ও প্রকৃতিকে একসঙ্গে রক্ষা করাই সরকারের প্রধান উদ্দেশ্য বলে জানান তিনি। মন্ত্রী আরও জানিয়েছেন, পূর্ব কলকাতায় জলাভূমি রক্ষায় পাঁচ বছর মেয়াদী একটি সুসংহত পরিকল্পনা তৈরি করা হয়েছে, যার বাজেট ধার্য করা হয়েছে প্রায় ১১১ কোটি টাকা। এর ৬০ শতাংশ দেবে কেন্দ্র এবং ৪০ শতাংশ দেবে রাজ্য সরকার।

প্রায় সাড়ে ১২ হাজার হেক্টর বিস্তৃত পূর্ব কলকাতা জলাভূমিতে পরিপূর্ণ আর এই জলাভূমি প্রাকৃতিক উপায়ে শহরের প্রায় ৯১ কোটি লিটার নোংরা জল পরিশোধন করে। তার ফলে সরকারের কোষাগারের কয়েক কোটি টাকা বেঁচে যায়। শুধু তাই নয়, এই জলাভূমি বছরে ২২ হাজার টন মাছ, ১৬ হাজার টন ধান ও দৈনিক ১৫০ টন শাক-সব্জি উত্পাদন করে। পাশাপাশি এই এলাকায় প্রায় দেড় লক্ষ মানুষের বসবাস, রয়েছে কমপক্ষে ১১০টি গ্রাম। এই এলাকাতে পরিযায়ী পাখি সহ কয়েকশো প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর বসবাস এই এলাকায়।

আরও পড়ুন- সোমে সাগরদিঘিতে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর, দেখা করবেন প্রয়াত মন্ত্রীর পরিবারের সঙ্গেও

 

spot_img

Related articles

সুন্দরবনের প্রান্তিক মানুষদের নিয়ে ‘বেহুলা এখন’: থিয়েটার জগতে নতুন চ্যালেঞ্জ নির্দেশক সৌমিত্র মিত্রর 

নকিব উদ্দিন গাজীকেউ নদীতে মাছ ধরেন, কেউ সুন্দরবনে গহীনে মধু সংগ্রহ করেন, কেউবা জঙ্গলের মধ্যে কাঁকড়া খোঁজেন। এটাই...

মু্ম্বই সিটি থেকে ইস্টবেঙ্গলে বিপিন সিং

দলবদলের মরসুমে একের পর এক চমক ইস্টবেঙ্গলের(Eastbengal)। এবার লাল-হলুদ শিবিরে মুম্বই সিটি এফসি(Mumbai City FC) থেকে চলে এলেন...

রবীন্দ্র চর্চার প্রতি দায়বদ্ধতা বাড়ানোর আহ্বান: রবীন্দ্র সদনে কবিগুরুকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

রাজ্যে রবীন্দ্র চর্চায় নতুন পথ দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবীন্দ্র জয়ন্তী তাই বাংলার সংস্কৃতিতে আলাদা স্থান...

৩৬ জায়গায় ৩০০ থেকে ৪০০ ড্রোন হামলা পাকিস্তানের: তথ্য প্রকাশ ভারতের

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আচমকাই পাক ড্রোন হামলায় ভারতের পশ্চিম প্রান্তের একাধিক শহরে আতঙ্ক ছড়ায়। ভারতীয় সেনার এয়ার ডিফেন্স...