Saturday, May 10, 2025

শহর বাঁচাতে জলাভূমির সংরক্ষণ জরুরি! বিশেষ পরিকল্পনা রাজ্যের

Date:

পূর্ব কলকাতা জলাভূমির রক্ষা ও (Protection of Wetlands) ব্যবস্থাপনায় এবার বিশেষ পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার (Government of West Bengal) । জানা গিয়েছে, সরকারি বিভিন্ন দফতরকে নিয়ে একটি কমিটি (Committee) গঠনের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। পাঁচ বছর মেয়াদী ওই পরিকল্পনা রূপায়ণের আগে সংশ্লিষ্ট কমিটি ওই এলাকার বর্তমান অবস্থা খতিয়ে দেখে সরকারের কাছে রিপোর্ট জমা দেবে। আর তারই ভিত্তিতে ওই পরিকল্পনা রূপায়িত হবে বলে জানিয়েছেন রাজ্যের পরিবেশ মন্ত্রী মানস ভূইঁয়া (Manas Bhunia)।

পরিবেশ মন্ত্রী আরও জানান, ভূমি ও ভূমি সংস্কার, সেচ, পুর ও নগরোন্নয়ন জলসম্পদ এবং পরিবেশ দফতরকে নিয়ে ওই কমিটি গঠন করা হবে। কমিটি জলাভূমির বর্তমান অবস্থা, জমির চরিত্র, জীব বৈচিত্র্য সব খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখবে। কমিটির রিপোর্টের ভিত্তিতে মানুষ ও প্রকৃতিকে একসঙ্গে রক্ষা করাই সরকারের প্রধান উদ্দেশ্য বলে জানান তিনি। মন্ত্রী আরও জানিয়েছেন, পূর্ব কলকাতায় জলাভূমি রক্ষায় পাঁচ বছর মেয়াদী একটি সুসংহত পরিকল্পনা তৈরি করা হয়েছে, যার বাজেট ধার্য করা হয়েছে প্রায় ১১১ কোটি টাকা। এর ৬০ শতাংশ দেবে কেন্দ্র এবং ৪০ শতাংশ দেবে রাজ্য সরকার।

প্রায় সাড়ে ১২ হাজার হেক্টর বিস্তৃত পূর্ব কলকাতা জলাভূমিতে পরিপূর্ণ আর এই জলাভূমি প্রাকৃতিক উপায়ে শহরের প্রায় ৯১ কোটি লিটার নোংরা জল পরিশোধন করে। তার ফলে সরকারের কোষাগারের কয়েক কোটি টাকা বেঁচে যায়। শুধু তাই নয়, এই জলাভূমি বছরে ২২ হাজার টন মাছ, ১৬ হাজার টন ধান ও দৈনিক ১৫০ টন শাক-সব্জি উত্পাদন করে। পাশাপাশি এই এলাকায় প্রায় দেড় লক্ষ মানুষের বসবাস, রয়েছে কমপক্ষে ১১০টি গ্রাম। এই এলাকাতে পরিযায়ী পাখি সহ কয়েকশো প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর বসবাস এই এলাকায়।

আরও পড়ুন- সোমে সাগরদিঘিতে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর, দেখা করবেন প্রয়াত মন্ত্রীর পরিবারের সঙ্গেও

 

Related articles

কাশ্মীর থেকে রাজস্থান, ২৬ জায়গায় পাক হামলা! পঞ্জাবে আহত ৩

রাত বাড়তেই ভারতের সীমান্তবর্তী একের পর এক জায়গায় হামলার চেষ্টা পাকিস্তানের। পাকিস্তানের ড্রোন হামলায় পঞ্জাবারে ফিরোজপুরে একই পরিবারের...

IMF-এর ঋণ জঙ্গি কার্যকলাপে ব্যবহার! পাকিস্তানকে সাহায্যের বিরোধিতা ভারতের

আন্তর্জাতিক সংস্থা থেকে দেশের উন্নয়নে যে অর্থ সাহায্য করা হয় তা পাকিস্তান রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসবাদের (cross border terrorism) পিছনে...

পাকিস্তান উপাসনার স্থানেই আঘাত করছে: উদাহরণ পেশ বিদেশ মন্ত্রকের

পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পহেলগামে নির্দিষ্ট ধর্মীয় ক্ষেত্রে আঘাত করেছিল, যা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার একটি ব্যর্থ চেষ্টা বলে...

ভারত-পাক উত্তেজনায় কলকাতা বিমানবন্দরে হাই-অ্যালার্ট! বাতিল ছুটি, চলছে কড়া নজরদারি 

পহেলগামে জঙ্গিহামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টা অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের পারস্পরিক সম্পর্ক। এমন...
Exit mobile version