Tuesday, August 26, 2025

শেষ হল গল্প-উপন্যাস-কবিতা-ছড়ায় জমজমাট ‘সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা’

Date:

গল্প-উপন্যাস-কবিতা-ছড়া মোড়া ‘সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা’ শেষ হল রবিবার। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত এই মেলা উপলক্ষ্যে গত পাঁচদিন জমজমাট ছিল কলকাতার নন্দন-রবীন্দ্র সদন চত্বর। আকাদেমির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) সকলকে মেলায় সামিল হতে অনুরোধ করেছিলেন। তাঁর ডাকে সাড়া দিয়ে মেলা প্রাঙ্গণ ভরিয়ে তুলেছিলেন রাজ্যের লেখক-সম্পাদক-পাঠকরা। প্রায় ৩৫০ লিটল ম্যাগাজিন অংশ নিয়েছিল এবারের মেলায়।

পরিসংখ্যান বলছে, প্রতিটি পত্রিকার টেবিলে বিক্রি হয়েছে ভালোই। সবকিছুকে ছাপিয়ে গিয়েছে শেষদিন। ভিড় উপচে পড়েছিল প্রাঙ্গণে। খুশি সম্পাদকরা। বড়রা এসেছিলেন ছোটদের সঙ্গে নিয়ে। ঘুরেছেন বয়স্করাও। কিনেছেন নিজেদের পছন্দমতো বই, পত্রিকা। গল্প, উপন্যাস, কবিতা, ছড়ার পাশাপাশি প্রবন্ধের বই এবং বিভিন্ন পত্রিকার বিশেষ সংখ্যার চাহিদা ছিল চোখে পড়ার মতো।

২০১২ সাল থেকে এই মেলা আলাদা মাত্রা পেয়েছে। এর পিছনে বিশেষ উদ্যোগ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। এবছর প্রতিদিন আয়োজিত হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। প্রায় ৫ শতাধিক কবি-লেখক অংশ নিয়েছেন। কবিতাপাঠ, আলোচনাসভা, গল্পের জন্মকথার মতো অনুষ্ঠানে দর্শক-শ্রোতার উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। গানের অনুষ্ঠানগুলি আনন্দ দিয়েছে সবাইকে। সবমিলিয়ে রাজ্য সরকারের আয়োজনে খুশি বাংলার সাহিত্য ও সংস্কৃতি মহল।

আরও পড়ুন- রেকর্ড জনসমাগম, কুম্ভের আকার নিল এবারের গঙ্গাসাগর মেলা

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version