Monday, November 10, 2025

শেষ হল গল্প-উপন্যাস-কবিতা-ছড়ায় জমজমাট ‘সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা’

Date:

গল্প-উপন্যাস-কবিতা-ছড়া মোড়া ‘সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা’ শেষ হল রবিবার। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত এই মেলা উপলক্ষ্যে গত পাঁচদিন জমজমাট ছিল কলকাতার নন্দন-রবীন্দ্র সদন চত্বর। আকাদেমির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) সকলকে মেলায় সামিল হতে অনুরোধ করেছিলেন। তাঁর ডাকে সাড়া দিয়ে মেলা প্রাঙ্গণ ভরিয়ে তুলেছিলেন রাজ্যের লেখক-সম্পাদক-পাঠকরা। প্রায় ৩৫০ লিটল ম্যাগাজিন অংশ নিয়েছিল এবারের মেলায়।

পরিসংখ্যান বলছে, প্রতিটি পত্রিকার টেবিলে বিক্রি হয়েছে ভালোই। সবকিছুকে ছাপিয়ে গিয়েছে শেষদিন। ভিড় উপচে পড়েছিল প্রাঙ্গণে। খুশি সম্পাদকরা। বড়রা এসেছিলেন ছোটদের সঙ্গে নিয়ে। ঘুরেছেন বয়স্করাও। কিনেছেন নিজেদের পছন্দমতো বই, পত্রিকা। গল্প, উপন্যাস, কবিতা, ছড়ার পাশাপাশি প্রবন্ধের বই এবং বিভিন্ন পত্রিকার বিশেষ সংখ্যার চাহিদা ছিল চোখে পড়ার মতো।

২০১২ সাল থেকে এই মেলা আলাদা মাত্রা পেয়েছে। এর পিছনে বিশেষ উদ্যোগ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। এবছর প্রতিদিন আয়োজিত হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। প্রায় ৫ শতাধিক কবি-লেখক অংশ নিয়েছেন। কবিতাপাঠ, আলোচনাসভা, গল্পের জন্মকথার মতো অনুষ্ঠানে দর্শক-শ্রোতার উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। গানের অনুষ্ঠানগুলি আনন্দ দিয়েছে সবাইকে। সবমিলিয়ে রাজ্য সরকারের আয়োজনে খুশি বাংলার সাহিত্য ও সংস্কৃতি মহল।

আরও পড়ুন- রেকর্ড জনসমাগম, কুম্ভের আকার নিল এবারের গঙ্গাসাগর মেলা

 

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...
Exit mobile version