Tuesday, November 4, 2025

বিচারপতি মান্থার এজলাসের বাইরে বিক্ষোভ নিয়ে খোঁজ নিতে হাইকোর্টে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধি, মিছিল আইনজীবীদের

Date:

Share post:

বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে বিক্ষোভের বিষয়ে খোঁজখবর নিতে, হাইকোর্টে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তিন প্রতিনিধি। । অন্যদিকে রুল জারির বিরুদ্ধে সোমবার কালাদিবস পালনের ডাক দিয়েছে রাজ্যের বার কাউন্সিল। যদিও সেখানেও ধরা পড়েছে বিভাজন। কালাদিবসের পাল্টা বিক্ষোভ দেখাচ্ছে অল ইন্ডিয়া ল’ইয়ার্স ইউনিয়ন।

বিচরপতি মান্থা তাঁর এজলাস বয়কট নিয়ে যে ঘটনা ঘটেছে তা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আদালত অবমাননার রুল জারি করেছেন। যেটির শুনানির জন্য তিন সদস্যের একটি বিশেষ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। সেই বেঞ্চেই এই মামলার শুনানি হবে।

এর ফলে ইন্ডিয়ান বার কাউন্সিল ও পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের মধ্যে কার্যত দ্বৈরথ শুরু হয়েছে। সোমবার সকালে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে দেখা করsন। প্রতিবাদকারী আইনজীবীরা জানিয়েছেন, তাঁদের আন্দোলনের অধিকার আছে। আজ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কালা ব্যাচ পড়ে প্রতিবাদ জানাচ্ছেন ও কালাদিবস পালন করছেন তাঁরা। তবে আইনজীবীদের এই সিদ্ধান্ত নিয়ে রাজ্য বার কাউন্সিলের এগজিকিউটিভ কমিটির তিন সদস্যও প্রতিবাদ জানিয়েছেন। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সদস্যরা দাবি করেন, তাঁদের সঙ্গে ইন্ডিয়ান বার কাউন্সিলের  প্রতিনিধিদের আগে বৈঠক করতে হবে। কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছ থেকে সোমবার ওই বিষয়ে রিপোর্ট নেবেন ইন্ডিয়ান বার কাউন্সিলের সদস্যরা।

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...