Sunday, November 2, 2025

বিজেপির সর্বভারতীয় সভাপতি (National Party President) পদে ফের মেয়াদ বাড়ল জে পি নাড্ডার (J P Nadda)। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন, ২০২৪ লোকসভা নির্বাচনে (Loksabha Election) নাড্ডার নেতৃত্বেই লড়াই করবে গেরুয়া ব্রিগেড। আগামী বছরের জুন মাস পর্যন্ত দলের সর্বভারতীয় সভাপতির পদ সামলাবেন তিনিই। তবে খাতায়-কলমে নাড্ডা সভাপতি হলেও বকলমে দলের সংগঠনের রাশ হাতে রাখলেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, নাড্ডার নেতৃত্বে ২০২৪-এ আরও বেশি আসনে জয়ী হবে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজনাথ সিং (Rajnath Singh) দলের সভাপতি হিসেবে জে পি নাড্ডার কার্যকাল বাড়ানোর প্রস্তাব রাখেন। আর সেই প্রস্তাবে ভারতীয় জনতা পার্টির সমস্ত সদস্যরা সিলমোহর দেন।

উল্লেখ্য, সোমবার থেকেই দিল্লিতে ২ দিনের জাতীয় কর্মসমিতির বৈঠক শুরু হয়েছে। সদ্যই নাড্ডার নিজের রাজ্য হিমাচল প্রদেশে ধরাশায়ী হয়েছে বিজেপি। দিল্লি পুরনিগমের নির্বাচনেও আপের কাছে হার মানতে হয়েছে। যার জেরে বিজেপির কর্মসমিতির বৈঠকের আগে বেশ চাপে ছিলেন নাড্ডা। এদিকে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে শীর্ষ সাংগঠনিক স্তরে বড়সড় রদবদলের কথা যে ভাবা হচ্ছে না, তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। মঙ্গলবার সেই ইঙ্গিতেই সিলমোহর পড়ল।

 

 

Related articles

রবিবাসরীয় বিহার ভোট প্রচার জমজমাট: পুকুরে সাঁতরে নজরে রাহুল

নির্বাচনের আগে শেষ রবিবার। ফলে স্বাভাবিকভাবেই উত্তপ্ত বিহারের রাজনীতি। একদিকে রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ।...

মোলিনাকে নিয়ে ধীরে চলো নীতি, বিকল্প কোচের তালিকায় কারা?

কোচ বদল নিয়ে চর্চা শুরু মোহনবাগানে(Mohun bagan)। সুপার থেকে বিদায়ের পর ফুটবলারদের ১০ দিনের ছুটি দিয়েছেন কোচ হোসে...

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...
Exit mobile version