Saturday, August 23, 2025

কোভিডকালে প্রয়োজনের তাগিদে শিক্ষা প্রসারের মূল স্রোতের সঙ্গে যুক্ত হয়েছে ইন্টারনেট নির্ভর শিক্ষা ও টেলি শিক্ষা। পরিস্থিতি স্বাভাবিক হলেও, এবার সার্বিক শিক্ষার প্রসারেও অনলাইন শিক্ষার উপর জোর দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। মঙ্গলবার, রাজভবনে (Rahbhaban) শিক্ষামন্ত্রী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। সেখানে তিনি আধুনিক শিক্ষা পদ্ধতিকে আরও ছড়িয়ে দেওয়ার উপর জোর দেন।

সময়ের সঙ্গে সঙ্গে ইন্টারনেট নির্ভর শিক্ষা অনলাইন ক্লাস (Online Class) জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু পরিকাঠামোগত ঘাটতির কারণে তা এখনও সর্বাঙ্গীন শিক্ষার মাধ্যম হয়ে উঠতে পারেনি বলে শিক্ষা মহলের মত। অতিমারী কালে স্কুল বন্ধ থাকার সময় বিকল্প হিসাবে টেলিভিশন চ্যানেল ও রেডিওকে শিক্ষা প্রসারের মাধ্যম হিসাবে বেছেছিল রাজ্য। বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শিক্ষা দফতরের নেওয়া ওই উদ্যোগ যথেষ্ট জনপ্রিয় হয়। এছাড়া টেলিফোন কলের মাধ্যমে ক্লাস নেওয়ার ব্যবস্থাও চালু করা হয়েছিল। শিক্ষা ক্ষেত্রেও এধরনের স্থায়ী দূর শিক্ষা পরিকাঠামো তৈরির বিষয়ে জোর দেন রাজ্যপাল। শিক্ষা দফতর সূত্রে খবর, এর পাশাপাশি বুনিয়াদী থেকে উচ্চ স্তর পর্যন্ত কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করার উপরেও বিশেষ জোর দেন। তাঁর মতে, এর ফলে সকলের জন্য শিক্ষার যে লক্ষ্যে নিয়ে সরকার এগোচ্ছে তা পূরণ করা সম্ভব হবে।

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...
Exit mobile version