Tuesday, November 4, 2025

মমতার লক্ষ্মীর ভাণ্ডারে রাজ্যের আরও ৮ লক্ষ মহিলার অন্তর্ভুক্তি

Date:

নারী ক্ষমতায়নের লক্ষ্যে রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তুলতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত “লক্ষ্মীর ভাণ্ডার” প্রকল্প চালু হয়েছে রাজ্যে। ২০২১ সালের সেপ্টেম্বরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু। যেখানে সরাসরি মহিলাদের ব্যাঙ্ক একাউন্টে টাকা ঢুকতে শুরু করে। বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের লাগাতার আর্থিক বঞ্চনার মধ্যেও এই প্রকল্প চালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

আরও পড়ুন:Ganga Vilas: যাত্রার তৃতীয় দিনেই মাঝগঙ্গায় আটকে গেল প্রমোদতরী গঙ্গা বিলাস!

এবার রাজ্যের আরও প্রায় ৮ লক্ষ (৭ লক্ষ ৮২ হাজার ২০২) মহিলাকে এই প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মোট উপভোক্তার সংখ্যা দাঁড়াবে ১ কোটি ৮৭ লক্ষ ৬৩ হাজার ৬২। নতুনদের মধ্যে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি সম্প্রদায়ের উপভোক্তার সংখ্যা যথাক্রমে ৭৬ হাজার ১১১ এবং ১৪ হাজার ৫১১। এই দুই সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন। অন্যান্যরা পাবেন মাসে ৫০০ টাকা। একগুচ্ছ সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের হাতে পর্যাপ্ত নগদের জোগান নিশ্চিত করেছে রাজ্য। সেই কাজে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প অগ্রণী ভূমিকা নিচ্ছে। এই আবর্তে আরও ৮ লক্ষ মহিলার অন্তর্ভূক্তি সরকারের উন্নয়ন অভিমুখকেই স্পষ্ট করল।

নতুন উপভোক্তার সংখ্যার নিরিখে রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা (৯২,৫০১)। এরপর দক্ষিণ ২৪-পরগনায়, সেখানে এই সংখ্যা ৭১ হাজার ১৭৮। নবান্ন সূত্রে খবর, জেলা সফরে গিয়ে নতুন উপভোক্তাদের সুবিধা প্রদান করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। গতকাল, সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে সেই প্রক্রিয়া শুরুও করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকল উপভোক্তাই চলতি জানুয়ারি থেকে প্রকল্পের টাকা পেতে শুরু করবেন।


উল্লেখ্য, গত নভেম্বর-ডিসেম্বরে পঞ্চম পর্যায়ের দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ৮ লক্ষ ২৯ হাজার ৮৪২টি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে বাতিল হয়েছে ২০ হাজার ৯৯৩টি। ২৬ হাজার ৬৪৭টি আবেদন যাচাই চলছে।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version