১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা, ২৭ ফেব্রুয়ারি মেঘালয় ও নাগাল্যান্ডে নির্বাচন: ঘোষণা কমিশনের

অপেক্ষার অবসান ঘটিয়ে উত্তর-পূর্বের ৩ রাজ্যে বিধানসভার দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। বুধবার আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হল, আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় হবে বিধানসভা নির্বাচন। এবং ২৭ ফেব্রুয়ারি মেঘালয় ও নাগাল্যান্ডে হবে ভোটগ্রহণ। পাশাপাশি ৩ রাজ্যেই ভোট গণনা হবে ২ মার্চ।

মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার (Rajiv Kumar) এ দিন তিন রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা করে জানান, ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য নোটিফিকেশন দেওয়া হবে আগামী ২১ জানুয়ারি। মেঘালয় এবং নাগাল্যান্ডের নির্বাচনের জন্য নোটিফিকেশন জারি করা হবে ৩১ জানুয়ারি। ত্রিপুরায় মনোনয়ন জমা করার শেষ দিন ৩০ জানুয়ারি। মনোনয়ন তোলা যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। মেঘালয় এবং নাগাল্যান্ডের নির্বাচনের জন্য মনোনয়ন জমা করা যাবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। মনোনয়ন তোলা যাবে ১০ ফেব্রুয়ারি।

তবে ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে বাড়তি নজর অবশ্যই মেঘালয় ও ত্রিপুরা। এই দুই রাজ্যে ক্ষমতা দখলে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল। ৬০ আসন বিশিষ্ট মেঘালয়ে বর্তমানে বিরোধীদল হিসেবে জায়গা করে নিয়েছে তৃণমূল। এবার বিজেপি এনপিপির জোটকে উৎখাত করে শাসক আসনে বসতে মরিয়া ঘাসফুল শিবির। যার ফলে মেঘালয়ে থাকা বাংলাভাষীদের বড় অংশকে টার্গেট করেছে তারা। অন্যদিকে ৬০টি বিধানসভা আসন বিশিষ্ট ত্রিপুরা রাজ্যে শাসক শিবিরে রয়েছে বিজেপি। তবে গোষ্ঠীকোন্দল ও রাজনৈতিক হিংসায় জেরবার শাসক দলকে বারবার মুখ্যমন্ত্রী মুখ বদল করতে হয়েছে। সাম্প্রতিক সময়ে এখানে বড় শক্তি হিসেবে উঠে এসেছে বাংলার শাসকদল। সব মিলিয়ে বছরের প্রথম বিধানসভা নির্বাচনে উত্তর-পূর্বে নজর গোটা দেশের।