Monday, November 10, 2025

গুয়াহাটি থেকে গোটা উত্তর-পূর্ব চালাচ্ছেন একজন, মেঘালয়ে মমতার নিশানায় হিমন্ত বিশ্বশর্মা

Date:

আগামী ২৭ ফেব্রুয়ারি ৬০টি আসন বিশিষ্ট মেঘালয়ের বিধানসভা নির্বাচন। এবার উত্তর-পূর্বের এই রাজ্যকে পাখির চোখ করেছে বাংলার শাসক দল তৃণমূল। পাহাড়ি এই রাজ্যে বর্তমানে প্রধান বিরোধী দল তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বহুবার মেঘালয়ে গিয়ে রাজনৈতিক কর্মসূচি করেছেন।

এবার শুধু অভিষেক নয়, খোদ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মেঘালয়ে। আজ, বুধবার মেঘালয়ের উত্তর গারের একটি ঐতিহাসিক সভা করেন তৃণমূল নেত্রী। সেখান থেকে একাধিক ইস্যুতে কেন্দ্রের বিজেপি ও এনডিপির বিরুদ্ধে এভাবেই সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নাম না করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে নিশানা করলেন মমতা।

নাম না করে অসমের মুখ্যমন্ত্রীকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মুকুল সাংমা-সহ অন্যান্য বিধায়করা যখন আমার বাড়ি গিয়েছিল তখন খুব খুশি হয়েছিলাম। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি সম্পর্কে আমি নিয়মিত খোঁজ-খবর রাখি। কিন্তু আমাকে বলুন, গুয়াহাটি থেকে কেন একজন ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী হিসেবে কাজ করবেন? তিনি গোটা উত্তর-পূর্ব ভারতকে চালনা করবেন? সীমানা বিবাদ মেটানো হবে না কেন? এখানে বহু জায়গায় এখনও বিদ্যুৎ পর্যন্ত নেই। আমি বলতে চাই, তৃণমূল কংগ্রেস একমাত্র দল যারা এখানে একটা ভালো সরকার দিতে পারে। আমরা বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি, ছাত্রদের স্মার্ট ফোন, স্কুল ড্রেস ফ্রিতে দিয়েছি।”

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version