Wednesday, August 27, 2025

সরকারি সভায় থাকতে নারাজ অভিষেক, মুখ্যমন্ত্রীর অনুরোধে মঞ্চে শুধু সৌজন্য বিনিময়

Date:

Share post:

প্রশাসনিক সভা সরকারি অনুষ্ঠান, তবে তিনি রাজ্য সরকারের প্রতিনিধি নন। যার জেরেই আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) প্রশাসনিক সভায় মঞ্চে উপস্থিত থাকতে চাইলেন না তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। বিষয়টি নজরে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে অনুরোধ করেন মঞ্চে আসার জন্য। মুখ্যমন্ত্রীর অনুরোধে মঞ্চে উপস্থিত হলেও উপস্থিত জনতাকে প্রণাম করে ফের মঞ্চ থেকে নেমে যেতে দেখা গেল অভিষেককে।

মেঘালয় থেকে ফিরে বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকে মানুষের হাতে তুলে দেওয়া হয় একাধিক সরকারি পরিষেবা। আপাদমস্তক সরকারি এই অনুষ্ঠানে রাজনৈতিক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে চাননি। সভামঞ্চে বক্তব্য রাখার আগে এই গোটা বিষয়টি খোলসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি অভিষেককে বলেছিলাম, মঞ্চে এসে বসতে। কিন্তু ও এসে বসতে চাইছে না। বলছে, ‘আমি তো রাজনৈতিক লোক। আমি সরকারি অনুষ্ঠানের মঞ্চে এসে বসব না।’ ওর এই বিষয়টা আমি পছন্দ করি। সরকারি অনুষ্ঠানের মঞ্চে সরকারের অঙ্গ নয় এমন কেউ কেন থাকবে?” আমি ওকে বললাম, “তুই তো একজন সাংসদ! ও তাও বসতে রাজি হল না।”

এরপরই মঞ্চ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী অনুরোধ করেন, “আমি শুধু অভিষেককে অনুরোধ করব, ও যেন মঞ্চে এসে উপস্থিত হয়ে যেন ধন্যবাদ জ্ঞাপন করে। ও এখানে উপস্থিত হয়েছে। সাধারণ মানুষকে ও সম্মান জানিয়ে যাক। ও যদি নাও বসতে চায়।” এরপর মুখ্যমন্ত্রীর অনুরোধে প্রশাসনিক সভামঞ্চে উঠতে দেখা যায় ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অবশ্য মঞ্চে উঠে উপস্থিত জনতাকে প্রণাম করে ফের মঞ্চ থেকে নেমে আসেন অভিষেক।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...