Monday, November 24, 2025

সরকারি সভায় থাকতে নারাজ অভিষেক, মুখ্যমন্ত্রীর অনুরোধে মঞ্চে শুধু সৌজন্য বিনিময়

Date:

Share post:

প্রশাসনিক সভা সরকারি অনুষ্ঠান, তবে তিনি রাজ্য সরকারের প্রতিনিধি নন। যার জেরেই আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) প্রশাসনিক সভায় মঞ্চে উপস্থিত থাকতে চাইলেন না তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। বিষয়টি নজরে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে অনুরোধ করেন মঞ্চে আসার জন্য। মুখ্যমন্ত্রীর অনুরোধে মঞ্চে উপস্থিত হলেও উপস্থিত জনতাকে প্রণাম করে ফের মঞ্চ থেকে নেমে যেতে দেখা গেল অভিষেককে।

মেঘালয় থেকে ফিরে বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকে মানুষের হাতে তুলে দেওয়া হয় একাধিক সরকারি পরিষেবা। আপাদমস্তক সরকারি এই অনুষ্ঠানে রাজনৈতিক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে চাননি। সভামঞ্চে বক্তব্য রাখার আগে এই গোটা বিষয়টি খোলসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি অভিষেককে বলেছিলাম, মঞ্চে এসে বসতে। কিন্তু ও এসে বসতে চাইছে না। বলছে, ‘আমি তো রাজনৈতিক লোক। আমি সরকারি অনুষ্ঠানের মঞ্চে এসে বসব না।’ ওর এই বিষয়টা আমি পছন্দ করি। সরকারি অনুষ্ঠানের মঞ্চে সরকারের অঙ্গ নয় এমন কেউ কেন থাকবে?” আমি ওকে বললাম, “তুই তো একজন সাংসদ! ও তাও বসতে রাজি হল না।”

এরপরই মঞ্চ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী অনুরোধ করেন, “আমি শুধু অভিষেককে অনুরোধ করব, ও যেন মঞ্চে এসে উপস্থিত হয়ে যেন ধন্যবাদ জ্ঞাপন করে। ও এখানে উপস্থিত হয়েছে। সাধারণ মানুষকে ও সম্মান জানিয়ে যাক। ও যদি নাও বসতে চায়।” এরপর মুখ্যমন্ত্রীর অনুরোধে প্রশাসনিক সভামঞ্চে উঠতে দেখা যায় ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অবশ্য মঞ্চে উঠে উপস্থিত জনতাকে প্রণাম করে ফের মঞ্চ থেকে নেমে আসেন অভিষেক।

spot_img

Related articles

জিতুর সঙ্গে সমস্যার জের, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া!

অনেক রটনা আর অনেক জল্পনার শেষে পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়ে গেল। মনে করা হচ্ছিল পারস্পারিক মনোমালিন্য আর তিক্ততার জেরে...

SIR-এর কাজে টপ-ব্যাক বিধানসভা: তালিকা তৈরি করে দিলেন অভিষেক

রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে শাসকদল তৃণমূল কংগ্রেস পুরদস্তুর নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়ল তা স্পষ্ট করে দিলেন দলের...

প্রকাশিত এসএসসি নবম–দশম শিক্ষক নিয়োগের ফল, শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর

প্রকাশিত হল নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল। সোমবার নির্ধারিত সময় অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনের...

উত্তর–দক্ষিণ কলকাতার বিএলএ ২ কাজে ঢিলেমি! কড়া বার্তা অভিষেকের

জেলার পাশাপাশি কলকাতার উত্তর ও দক্ষিণ—দুই অংশেই বিএলএ ২-এর কাজের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারের...