Sunday, November 9, 2025

করাচি বিমানবন্দরে জারি ‘দাউদ রাজ’! এনআইএ-র চার্জশিটে বিস্ফো*রক তথ্য  

Date:

এনআইএ’র (NIA) চার্জশিটে (Charge Sheet) উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, করাচি বিমানবন্দরে কার্যত রাজত্ব করে চলেছে দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim)! এমনই তার দাপট যে ছোটা শাকিলের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে আসা সেলিম কুরেশির পরিবার ২০১৩ সাল থেকে তিন-তিনবার সংযুক্ত আরব আমিরশাহি থেকে পাকিস্তানে (Pakistan) প্রবেশ করেছে এবং তাদের প্রবেশ ও প্রস্থান, কোনও সময়ই করাচি বিমানবন্দরে (Karachi International Airport) কোনও স্ট্যাম্পও লাগাতে হয়নি তাদের।

ডি কোম্পানি সিন্ডিকেট এবং সন্ত্রাসবাদে অর্থ সাহায্যের তদন্তে নিযুক্ত এনআইএ তাঁদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পেরেছে যে করাচি বিমানবন্দর ডি কোম্পানির নিয়ন্ত্রণে রয়েছে। এনআইএ-র চার্জশিট মারফৎ আরও জানা গিয়েছে যে কেউ দাউদের সঙ্গে দেখা করতে এলে করাচি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে তাকে সরাসরি দাউদ ইব্রাহিম অথবা ছোট শাকিলের বাড়িতে নিয়ে যাওয়া হয়। করাচি বিমানবন্দরে ডি কোম্পানির আধিপত্য এই বিষয়টি থেকে অনুমান করা যায় কারণ তাদের সঙ্গে দেখা করতে আসা লোকেরা যখন ফিরে যায়, তখন তাদেরকে পাকিস্তানের সংযোগকারী ফ্লাইটে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স এবং স্ট্যাম্প ছাড়াই সরাসরি দুবাই অথবা অন্য উপসাগরীয় দেশে পাঠানো হয়।

সন্ত্রাসে আর্থিক মদত সংক্রান্ত একটি মামলায় সেলিমের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে এনআইএ। নেওয়া হয়েছে তার বিবৃতিও। সেখানেই জানা গিয়েছে এমন তথ্য। উল্লেখ্য, সম্প্রতি ডন ছোটা শাকিলের আত্মীয় সেলিম ফ্রুটকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। এরপর সেলিম ফ্রুটের স্ত্রী সাজিয়া মহম্মদের জবানবন্দি রেকর্ড করা হয়। সাজিয়া এবং মুম্বইয়ে উপস্থিত একটি ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির মালিককে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানের এই বিমানবন্দরগুলি আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত হওয়া গিয়েছে।

 

 

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version