Wednesday, May 7, 2025

মাঝরাতে ভিডিও কল, অচেনা মহিলাকে ‘ বিরক্ত ‘ করার অভিযোগ পরিচালক শুভঙ্করের বিরুদ্ধে

Date:

টালিগঞ্জের জনপ্রিয় পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় (Shubhankar Chatterjee), যে কোনও বাঙালি বাড়ির পছন্দের বেশিরভাগ রিয়ালিটি শো (Reality show)-এর পরিচালনার দায়িত্বে তিনি। কিন্তু তাঁর বিরুদ্ধে মধ্যরাতে অচেনা মহিলাকে ভিডিও কল করে বিরক্ত করার মতো মারাত্মক অভিযোগ ওঠায় শোরগোল পড়ে যায় টলিপাড়ায়। যদিও ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন পরিচালক (Director) বলেই অভিযোগকারীনির তরফ থেকে জানানো হয়েছে।

শ্রেয়সী চক্রবর্তী (Shreyashi Chakraborty) নামের এক মহিলা হঠাৎ অভিযোগ করেন যে বুধবার মধ্যরাতে প্রায় ২৪ বার মেসেঞ্জারে ভিডিয়ো কল করেন ‘দাদাগিরি’র পরিচালক। শ্রেয়সী তাঁর ফেসবুকে (Facebook) লেখেন, “মীরাক্কেল’-এর পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় যাঁর সঙ্গে আমার কোনও পূর্বপরিচিতি নেই। উনি গত কাল রাত ২.à§§à§­ থেকে ৩টে পর্যন্ত ২৪ বার ভিডিয়ো কল করেছেন। শেষে বিরক্ত হয়ে নিজের ভিডিয়ো বন্ধ করে ওঁর কলটি ধরতে বাধ্য হই। তখন দেখি উনি আকণ্ঠ মদ খেয়ে কোনও কথা বলতে পারছিলেন না।” এরপর বিষয়টি জানাজানি হতেই অস্বস্তি মধ্যে পড়তে হয় শ্রেয়শীকে। প্রাথমিকভাবে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও, পরে তিনি সংবাদ মাধ্যমকে জানান এরকম কোন কিছুর সম্পর্কে তিনি অবগত নন। অন্যদিকে শ্রেয়সী বৃহস্পতিবার বলেন, ফোন করে শুভঙ্কর চট্টোপাধ্যায় তাঁর কাছে ক্ষমা চেয়ে নেওয়ার জন্য তিনি ফেসবুক পোস্ট ডিলিট করেছেন। শ্রেয়শী তাঁর হ্যান্ডেলে লেখেন, “অনেক বিব্রত হয়েছি। অনেক ফোন এসেছে। আর পারছি না। উনি নিজে এবং অনেককে দিয়ে সরি বলিয়েছেন। আমি তা গ্রহণ করলাম এবং এই বিষয় নিয়ে আগামীতে আরও আলোচনা হোক, সেটা চাই না।”

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version