Sunday, August 24, 2025

মাঝরাতে ভিডিও কল, অচেনা মহিলাকে ‘ বিরক্ত ‘ করার অভিযোগ পরিচালক শুভঙ্করের বিরুদ্ধে

Date:

Share post:

টালিগঞ্জের জনপ্রিয় পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় (Shubhankar Chatterjee), যে কোনও বাঙালি বাড়ির পছন্দের বেশিরভাগ রিয়ালিটি শো (Reality show)-এর পরিচালনার দায়িত্বে তিনি। কিন্তু তাঁর বিরুদ্ধে মধ্যরাতে অচেনা মহিলাকে ভিডিও কল করে বিরক্ত করার মতো মারাত্মক অভিযোগ ওঠায় শোরগোল পড়ে যায় টলিপাড়ায়। যদিও ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন পরিচালক (Director) বলেই অভিযোগকারীনির তরফ থেকে জানানো হয়েছে।

শ্রেয়সী চক্রবর্তী (Shreyashi Chakraborty) নামের এক মহিলা হঠাৎ অভিযোগ করেন যে বুধবার মধ্যরাতে প্রায় ২৪ বার মেসেঞ্জারে ভিডিয়ো কল করেন ‘দাদাগিরি’র পরিচালক। শ্রেয়সী তাঁর ফেসবুকে (Facebook) লেখেন, “মীরাক্কেল’-এর পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় যাঁর সঙ্গে আমার কোনও পূর্বপরিচিতি নেই। উনি গত কাল রাত ২.১৭ থেকে ৩টে পর্যন্ত ২৪ বার ভিডিয়ো কল করেছেন। শেষে বিরক্ত হয়ে নিজের ভিডিয়ো বন্ধ করে ওঁর কলটি ধরতে বাধ্য হই। তখন দেখি উনি আকণ্ঠ মদ খেয়ে কোনও কথা বলতে পারছিলেন না।” এরপর বিষয়টি জানাজানি হতেই অস্বস্তি মধ্যে পড়তে হয় শ্রেয়শীকে। প্রাথমিকভাবে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও, পরে তিনি সংবাদ মাধ্যমকে জানান এরকম কোন কিছুর সম্পর্কে তিনি অবগত নন। অন্যদিকে শ্রেয়সী বৃহস্পতিবার বলেন, ফোন করে শুভঙ্কর চট্টোপাধ্যায় তাঁর কাছে ক্ষমা চেয়ে নেওয়ার জন্য তিনি ফেসবুক পোস্ট ডিলিট করেছেন। শ্রেয়শী তাঁর হ্যান্ডেলে লেখেন, “অনেক বিব্রত হয়েছি। অনেক ফোন এসেছে। আর পারছি না। উনি নিজে এবং অনেককে দিয়ে সরি বলিয়েছেন। আমি তা গ্রহণ করলাম এবং এই বিষয় নিয়ে আগামীতে আরও আলোচনা হোক, সেটা চাই না।”

spot_img

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...