কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বিস্মিত, কারণ প্রধান শিক্ষক বাবার স্কুলে জালিয়াতি করে চাকরি পেয়েছেন পুত্র। অথচ কেউ জানেন না। তিন বছর ধরে ওই ‘শিক্ষক’ বেতন পাচ্ছেন ! অথচ তাঁকে যে নিয়োগপত্রই দেওয়া হয়নি, তা জানেন না জেলা স্কুল পরিদর্শক?
সিআইডির ডিআইজির উপস্থিতিতেই এই মামলার তদন্তভার সিআইডিকে দিয়েছেন বিচারপতি। নির্দেশ দিয়েছেন, জেলা স্কুল পরিদর্শককে এফআইআর দায়ের করতে হবে। তার ভিত্তিতে তদন্ত করবে রাজ্যের সংস্থা। ২ সপ্তাহের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। ২ ফেব্রুয়ারি মামলাটি আবার শুনবে আদালত।
বৃহস্পতিবারও তিনি বলেন, ‘‘আমি দেখে অবাক হচ্ছি যে, জেলা স্কুল পরিদর্শক এই নিয়োগ নিয়ে কিছু জানেন না। অথচ ওই শিক্ষক গত ৩ বছর ধরে বেতন পাচ্ছেন। কী করে এ বিষয়ে কেউ কিছু জানেন না!’’
ঘটনাটি মুর্শিদাবাদের সুতি-১ নম্বর ব্লকের।
প্রধান শিক্ষকের পুত্রের জালিয়াতির তদন্তভার সিআইডিকে, তিন বছর ধরে দিব্যি বেতন পাচ্ছেন ! বিস্মিত বিচারপতি বিশ্বজিৎ বসু
Date:
Share post: