Thursday, November 13, 2025

তদন্তের স্বার্থে খবরের সূত্র জানাতে বাধ্য থাকবেন সাংবাদিক, নির্দেশ আদালতের

Date:

খবর সংগ্রহে সাংবাদিকরা(Journalist) এমন কিছু খবর করেন যেখানে সংবাদ-সূত্র প্রকাশ্যে আনা হয় না। এই নিয়মে এবার পরিবর্তন আসতে চলেছে। বুধবার এক মামলার রায়ে সিবিআই আদালতের(CBI Court) তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল তদন্তের স্বার্থে তদন্তকারী সংস্থার কাছে খবরের সূত্র জানাতে বাধ্য থাকবেন সাংবাদিকরা।

ঘটনার সূত্রপাত ২০০৯ সালের এক মামলাকে কেন্দ্র করে। ওই বছরের ১০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে (Supreme Court) মুলায়ম ও তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তি নিয়ে মামলার শুনানি হওয়ার কথা ছিল। শুনানির ঠিক আগের দিন এই বিষয়ে একটি খবর ছাপা হয় সংবাদপত্রে। যা নিয়ে আপত্তি ওঠে মুলায়ম ও তাঁর পরিবারের তরফে। পরে জানা যায় ভুয়ো নথির ভিত্তিতে ওই সংবাদ প্রকাশ করা হয়েছিল। গোটা ঘটনার তদন্ত শুরু হলেও তদন্ত বেশিদূর এগোতে পারেনি। কারণ সাংবাদিক জানান, তিনি কোন সূত্রে খবরটি পেয়েছেন, তা প্রকাশ্যে বলতে পারবেন না। সেই মামলাতেই বুধবার সিবিআই আদালতের তরফে কড়া নির্দেশ দিয়ে জানানো হয়, তদন্ত চলাকালীন এক জন সাংবাদিক কোন সূত্রে খবর পেয়েছেন তা তদন্তকারী সংস্থার কাছে গোপন রাখতে পারেন না। তদন্তের প্রয়োজনে তাঁকে সবকিছু প্রকাশ করতে হবে।

নির্দিষ্ট সেই মামলার প্রসঙ্গ টেনে চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট অঞ্জলি মহাজন জানান, ২০০৯ সালের প্রকাশিত এই খবরটির মূল সূত্র কী এবং কোন নথিপত্রের ভিত্তিতে তা লেখা হয়েছিল, তার সম্পূর্ণ বিবরণ তদন্তকারী সংস্থার হাতে দিতে হবে সাংবিদককে। এইসঙ্গে সিবিআইকে নির্দিষ্ট মামলাটি এগিয়ে নিয়ে যাওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারপতি মহাজন।

Related articles

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...
Exit mobile version