দলের রাজ্য সভাপতি পদে বসার যে স্বপ্ন শুভেন্দু অধিকারী দেখছিলেন, তা অচিরেই ভঙ্গ হয়েছে। দিল্লির শীর্ষ নেতৃত্ব দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে শুভেন্দুকে আর রাজ্য সভাপতি পদে বসায়নি। অন্যদিকে, রাজ্য সভাপতি হওয়ার পর প্রথম প্রথম শুভেন্দুর সান্নিধ্যে থাকলেও, সুকান্ত পরে বুঝতে পারেন যে, সমস্ত ফোকাস নিজের দিকে টেনে নিচ্ছেন দলবদলু নেতা। তাই দিল্লিতে ঘন ঘন দরবার করে একদিকে যেমন রাজ্য সভাপতির কুর্শি বাঁচানোর চেষ্টা করেছেন সুকান্ত ঠিক একই ভাবে শুভেন্দুকে কোণঠাসা করতে এখন তাঁর হাতিয়ার মিঠুন চক্রবর্তী।