প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Pradhanmantri Awas Yojna) দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে ফের গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় দলের সদস্যরা (Central Team)। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মুকুন্দপুর গ্রামে আবাস যোজনার বাড়ি পরিদর্শনের সময় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় তুলেছেন রাজ্যের মন্ত্রী তথা কেশপুরের বিধায়ক শিউলি সাহা (Seuli Saha)।

গ্রামবাসীদের দাবি, শুধু তালিকায় থাকা উপভোক্তাদের বাড়িই নয়, এলাকার সমস্ত বাড়ি পরিদর্শন করতে হবে কেন্দ্রীয় দলকে। উল্লেখ্য, আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ সামনে আসার পরই পরই রাজ্যে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। যাঁরা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন, তাঁদের নিয়ম মেনে বাড়ি তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আর সেই মতোই আবাস দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার সকালে কেশপুরের ১৩ নম্বর অঞ্চলে যান কেন্দ্রীয় দলের সদস্যরা। আর সেখানেই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন তাঁরা।
বীরভূম, পূর্ব মেদিনীপুর, মালদহের পর বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মুকুন্দপুর গ্রামে কেন্দ্রের প্রতিনিধিদের ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।
