আকাশ দীপের দাপুটে বোলিং-এর সৌজন্যে হরিয়ানার বিরুদ্ধে ইনিংস এবং ৫০ রানে জয় বাংলার

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা। ম‍্যাচে দুরন্ত পারফরম্যান্স আকাশ দীপের। হরিয়ানার বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিলেন তিনি।

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা। শুক্রবার লাহলিতে হরিয়ানার বিরুদ্ধে ইনিংস এবং ৫০ রানে জয় পেল মনোজ তিওয়াড়ার দল। এই জয়ের ফলে ৭ পয়েন্ট অর্জন করল বাংলা। ম‍্যাচে দুরন্ত পারফরম্যান্স আকাশ দীপের। হরিয়ানার বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিলেন তিনি।

ফলো অনে ব্যাট করতে নেমে হরিয়ানার দুই ওপেনার চৈতন্য বিষ্ণোই (৫৫) ও যুবরাজ সিং (৭৮) লড়াই করেন। কিন্তু এই দুই ওপেনারের আউট হওয়ার পর হরিয়ানার ব্যাটিং তাসের ঘরের মত ভেঙে পড়ে। শেষ অবধি চতুর্থ দিনের একেবারে সকালে ২০৬ রানে অল আউট হয় হরিয়ানা।

প্রথম ইনিংসে ব্যাট করে ৪১৯ রানের পাহাড় প্রমাণ স্কোর তোলে বাংলা। সৌজন্যে অনুষ্ঠুপ মজুমদারের দুরন্ত ইনিংস। ১৪৫ রান করেন তিনি। এছাড়া ওপেনিংয়ে অভিমন্যু ঈশ্বরন (৫৭) ও অভিষেক পোড়েল (৪৯) ভালো সঙ্গ দেন।হরিয়ানার হয়ে বোলিংয়ে নেতৃত্ব দেন তারকা পেসার হর্ষাল প্যাটেল, যিনি ৮০ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়া তিনটি উইকেট নেন অজিত চাহাল।

জবাবে প্রথম ইনিংসে হরিয়ানাকে মাত্র ১৬৩ রানে গুটিয়ে দেয় বাংলা। সৌজন্যে আকাশ দীপের ৫-৬১ এর দুরন্ত পারফরম্যান্স। ফলো অন পেয়ে পুনরায় ব্যাট করতে নামে হরিয়ানা। দ্বিতীয় ইনিংসেও আকাশ দীপের বোলিং-এর সৌজন্যে ২০৬ রানে গুটিয়ে যায় হরিয়ানা। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন আকাশ দীপ। তিন উইকেট নেন মুকেশ কুমার। দুটি উইকেট নেন ঈশান পোড়েল।

এই জয়ের পর বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন,”খুব ভাল জয়। তবে এখনই আনন্দ করার সময় নয়। আত্মতুষ্টির কোনও জায়গা নেই। আমাদের এখনও অনেক দুর যেতে হবে। আমরা যেভাবে একটা দল হিসেবে খেলছি,বাকি ম‍্যাচ গুলোতেও সেই ভাবে খেলে সেরাটা মাঠে দিতে চাই।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Previous article‘বিনামূল্যে রেশন প্রকল্প’ চালু করে আসলে রেশনে ভর্তুকি কমাচ্ছে মোদি সরকার
Next articleঅবরোধ-বিক্ষোভে ঠেকাতে রাজ্যে আরও নতুন ৫টি থানা