Monday, August 25, 2025

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের পাসপোর্টে নজর, OMR Sheet মূল্যায়ন সংস্থার হলফনামা তলব আদালতের

Date:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিযুক্তদের পাসপোর্টে নজর হাইকোর্টের। শুক্রবার, শুনানিতে কলকাতা হাইকোর্টের (Calcutta) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) প্রশ্ন তোলেন, কিছু অভিযুক্তের কি একাধিক থাকতে পারে? CBI-এর তদন্তকারী অফিসারকে তিনি জিজ্ঞাসা, ‘‘এঁদের পাসপোর্ট পরীক্ষা করেছেন, এঁরা কত বার বিদেশে গিয়েছেন, তা জানেন?’’ এরপরেই বিচারপতি মন্তব্য করেন, ‘‘এ বিষয়ে আমি রিপোর্ট চাইতে পারি।’’

এদিন, প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তে সিবিআই কত দূর এগিয়েছে, তা জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই সময়েই অভিযুক্তদের পাসপোর্ট নিয়ে এই প্রশ্ন করেন তিনি। যদিও কোন কোন অভিযুক্তর বিষয়ে তিনি জানতে চান- তা স্পষ্ট করেননি বিচারপতি। শুধু বলেন, ‘‘অনেক সময় জাল করে এক ব্যক্তি দুটো পাসপোর্ট (Passport) ব্যবহার করেন। এমন কিছু হয়েছে কি না খোঁজ নিন।’’

এর পাশাপাশি, এবার প্রাথমিক শিক্ষক দুর্নীতিতে OMR মূল্যায়নকারী বরাতপ্রাপ্ত সংস্থার কাছে হলফ নামা চাইল আদালত। এদিন, আদালতকে সংস্থার তরফে জানানো হয়, পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী ২২০৮ জনের একটা অতিরিক্ত প্যানেলও তারা তৈরি করে। কমপক্ষে ১২ বার এই প্যানেল তৈরি করা হয়েছে। এই তথ্য তারা পর্ষদকে পাঠায়। ২০১৭ সালে এই অতিরিক্ত প্যানেল তৈরি করা হয়। এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বিষয় নিয়ে সিবিআই-এর আইও সোমনাথ বিশ্বাসকে কটাক্ষ করেন। বলেন, “কী যে করেন? ১ ঘণ্টা লাগল এটা বুঝতে, আপনার তো আরও আগেই বুঝতে পারেন। এই বিষয়ে ৩১ জানুয়ারির মধ্যে OMR Sheet মূল্যায়নের বরাত প্রাপ্ত সংস্থার কাছ থেকে হলফনামা তলব করেছে আদালত।

আরও পড়ুন- প্রস্রাব কাণ্ডের জের! এয়ার ইন্ডিয়াকে ৩০ লক্ষ জরিমানা, সাসপেন্ড পাইলটের লাইসেন্সও

 

 

Related articles

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...
Exit mobile version