Monday, November 10, 2025

শুরু হতে চলেছে ৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৩ (46th International Kolkata Book Fair)। হাতে বাকি আর মাত্র ৯ দিন । আগামী ৩১ জানুয়ারি থেকে কলকাতার সেন্ট্রাল পার্ক ময়দানে (Central Park Ground)এই বইমেলার আয়োজন করা হয়েছে যা চলবে ফেব্রুয়ারির ১২ তারিখ পর্যন্ত। শুক্রবার কলকাতার এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলনের (PC)আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন গিল্ডের (Publishers & Booksellers Guild) সভাপতি সুধাংশু দে, সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় (Tridib Chatterjee),কোষাধ্যক্ষ তাপস সাহা সহ অন্যান্যরা। ত্রিদিব চট্টোপাধ্যায় জানান আগামী ৩০ জানুয়ারি দুপুরে আন্তর্জাতিক কলকাতা বইমেলার (46th International Kolkata Book Fair)উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার থিম কান্ট্রি স্পেন (Spain) ।

সোমবার দুপুরে সল্টলেক বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন গিল্ড-এর প্রতিনিধি দল এবং বিধাননগর পুলিশ কর্তারা । এরপর আজ শুক্রবার গিল্ডের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে বইমেলা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বইমেলা প্রাঙ্গণে উদ্বোধনী মঞ্চে উপস্থিত থাকবেন স্পেনের মন্ত্রী মারিয়া খোসে গালবেজ সালভাদোর, বাংলার বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় সহ রাজ্যের অন্যান্য বিশিষ্টজন ও সাহিত্য প্রেমীরা। ৭০০ টি ছোট বড় বুক স্টলের পাশাপাশি ২০০ টি লিটল ম্যাগাজিন স্টল থাকবে বলে এদিন জানান হয়। প্যারীচরণ সরকার এবং মাইকেল মধুসূদন দত্তের জন্মের দ্বিশত বর্ষ উপলক্ষ্যে দুটি হল থাকছে এবারের বইমেলায়। লিটল ম্যাগাজিন (Little Magazine Pavilion)প্যাভিলিয়ন হবে রমাপদ চৌধুরীর নামে। মৃণাল সেন এবং তরুণ মজুমদারের নামে দুটি মুক্তমঞ্চ করা হবে। এই বছর সবথেকে বেশি স্টল হতে চলেছে বলে আশাবাদী গিল্ডের (Publishers & Booksellers Guild)কর্তারা। ৯টি তোরণ তৈরি করা হচ্ছে যার প্রতিটি দিয়েই প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা থাকবে। স্পেনের তোলেদো গেটের আদলে একটি তোরণ হবে বলে জানা গেছে। এছাড়া রাজা রামমোহন রায়, নজরুল স্মরণেও একটি করে তোরণ থাকবে। বিশ্ববাংলার নামেও গেট রাখা হবে বলে জানা যাচ্ছে। ত্রিদিব চট্টোপাধ্যায় এদিনের সাংবাদিক বৈঠকে বলেন বইমেলা উপলক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে অতিরিক্ত মেলা স্পেশাল বাস চালান হবে। শিয়ালদহ মেট্রো উদ্বোধনের পর যেহেতু প্রথম বইমেলা এটি, তাই বইপ্রেমীদের ভিড় আরও বাড়বে বলে আশা করছেন প্রত্যেকেই। বিধাননগর পুলিশের সঙ্গে আলোচনা করে অটো ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে।

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...
Exit mobile version