Wednesday, December 3, 2025

ইচ্ছাপূরণ! মৃ*ত স্বামীর দেহ বাড়িতে আগলে রেখে ছেলেকে বিয়ে করাতে রাজি করালেন প্রৌঢ়া

Date:

Share post:

ছেলে শিক্ষকতার চাকরি পেয়েছে। তাই ধুমধাম করে ছেলের বিয়ে দেবেন, এটাই চেয়েছিলেন ছেলের বাবা। বহরমপুরের ঘাটবন্দর এলাকার রাধাকৃষ্ণ খান লেনের বাসিন্দা তাপস সাহা ( ৬২) সেভাবেই বিয়ের তোড়জোর করছিলেন।কিন্তু গত মঙ্গলবার ছেলের বিয়ের আগে সব পড়ে রইল।ইচ্ছাপূরণ হয়নি তাপসবাবুর। গত মঙ্গলবারই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। যদিও তাঁর দেহ ঘরে রেখেই বিয়ে করেন তাঁর ছেলে।

আরও পড়ুন:সম*কামী আইনজীবীকে নিয়োগের সুপ্রিম সুপারিশ, মোদি সরকারের আর্জি খারিজ কলেজিয়ামের

পরিবারের তরফে জানা গেছে, ওইদিন ভোরে ছেলের বিয়ের কিছু আচার-অনুষ্ঠান নিজেই করেন তাপসবাবু। পরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শোকের আবহে বিয়ে প্রায় বন্ধ হওয়ার উপক্রম। কিন্তু জেদ ধরেন তাপসবাবুর স্ত্রী।ছেলেকে বোঝান তিনি নিজেই। শেষ পর্যন্ত বাবার দেহ বাড়িতে রেখেই বিয়ের পিঁড়িতে বসতে রাজি হন তাপসবুর ছেলে তন্ময়।

বৃহস্পতিবার তাপসবাবুর স্ত্রী করবী সাহা জানান, ‘‘অনেক দিন ধরে বিয়ের প্রস্তুতি চলেছে। তখন থেকেই আমার স্বামী বলতেন, ছেলের বিয়ে জাঁকজমক করে করতে হবে। যেন সকলের মনে থাকে। ১৭ জানুয়ারি বিয়ের দিন স্থির হয়। ১৯ জানুয়ারি বৌভাত। অনুষ্ঠান বাড়ি ভাড়া করা হয়েছে। আইবুড়ো ভাতের দিনও বাড়ির লোকজনের সঙ্গে হাসিঠাট্টা করেছেন উনি। মঙ্গলবার ভোরে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সব শেষ।’’
এদিকে শোকের আবহে বাড়িতে বিয়ের অনুষ্ঠান করতে বারণ করেন আত্মীয় স্বজনরা।বেশিরভাগই বিয়ে বন্ধ রাখার পরামর্শ দেন। কিন্তু সদ্যপ্রয়াত স্বামী নিজে হাতে ছেলের বিয়ের সব তোড়জোড় করেছিলেন। তাঁর কথা ভেবেই ছেলেকে বিয়ে করার জন্যে বোঝান কবরী। শেষ পর্যন্ত কোনও আড়ম্বর ছাড়াই সিঁদুর দান হয়।


তাপসবাবুর ছেলে তন্ময় সাহা জানান, “বিয়ের সব আয়োজন বাবাই করেছিলেন। কিন্তু কিছুই তিনি দেখে যাতে পারলেন না। এই দুঃখ সারা জীবন বইতে হবে।’’ বৃহস্পতিবার ছিল তন্ময়ের বৌভাত অনুষ্ঠান। তাঁর আগেই প্যান্ডাল খুলে ফেলা হয়েছে। কয়েকজন আত্মীয়ের ভিড় থাকলেও বাড়িতে এখন শোকের আবহ বিরাজমান ।

 

spot_img

Related articles

জেলা সফরে বহরমপুরে মুখ্যমন্ত্রী: বুধের সভার জন্য প্রস্তুত মালদহের গাজোল

মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। পৌঁছে যান মুর্শিদাবাদে বহরমপুরে। বুধবার সকালে  তিনি হেলিকপ্টারে করে উড়ে...

নিভৃতে… খাদ্যহীন! যার জন্য দেশে সূ্ত্রপাত ‘নারী আন্দোলনে’র, সেই ‘মথুরা’ই দুরবস্থায় মহারাষ্ট্রে

সেই সালটা ১৯৭২। এখন ২০২৫। মাঝে পেরিয়েছে ৫৩ বছর। এর মধ্যে তাঁকে ভুলেই গিয়েছে গোটা দেশ। হঠাৎ মনে...

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...