Thursday, November 13, 2025

বড়সড় ছাঁটাইয়ের পথে Swiggy, চাকরি হারাবেন এই সংস্থার ৮-১০ শতাংশ কর্মী

Date:

বড়সড় ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে অনলাইন খাবার ডেলিভারি সংস্থা সুইগি(Swiggy)। একত্রে প্রায় ৮থেকে ১০ শতাংশ কর্মীকে ছাঁটাই করতে চলেছে এই সংস্থা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, ফান্ডে ঘাটতির জেরেই এই বিপুল ছাঁটাইয়ের পথে হাঁটছে সংস্থাটি। এই তথ্য প্রকাশ্যে আসার পর রীতিমতো আতঙ্কিত সুইগির কর্মীরা।

জানা গিয়েছে, বর্তমানে ৬ হাজার কর্মী কাজ করেন সুইগিতে। এই ছাঁটাইয়ের তথ্য যদি বাস্তবায়িত হয় সেক্ষেত্রে কাজ হারাতে পারেন অন্তত ৬০০কর্মী। সূত্রের খবর, গত ৬ মাস ধরেই নাকি ধীরে ধীরে বেড়েছে কাজের চাপ। গত অক্টোবরে কর্মীদের পারফরম্যান্স রিভিউ করা শুরু করেছিল সংস্থাটি। সম্প্রতি সেই রিভিউ শেষ হয়েছিল। এরপরই এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত বলেই শোনা যাচ্ছে। সূত্রের দাবি, সুইগি নাকি সমস্ত কর্মীদের রেটিং করেছে ০ থেকে ৫-এর মধ্যে। যাঁরা ২ বা তার নিচে রেটিং পেয়েছেন, সংস্থার রক্তচক্ষুর শিকার হতে চলেছেন তাঁরাই। তবে এখনও এই বিষয়ে সুইগির তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

২০১৪ সালে নিজেদের সফর শুরু করেছিল সুইগি। কয়েক বছরেই দারুণ জনপ্রিয় হয়ে ওঠে সংস্থাটি। প্রায় ৫০০টি জায়গায় ১ লক্ষ ৬০ হাজারটি রেস্তরাঁর সঙ্গে গাঁটছড়া বেঁধে কাজ করে তারা। কিন্তু করোনাকালে বড়সড় ছাঁটাইয়ের পথে হেটেছিল সুইগি। এবার ফের সেই পথেই হাঁটতে চলেছে অনলাইন খাবার ডেলিভারি সংস্থা। অবশ্য গতবছর এই ধরনের ছাঁটাই ব্যাপক ভাবে চোখে পড়েছিল দেশের একাধিক সংস্থায়। তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই এই প্রবণতা চোখে পড়েছিল। সব মিলিয়ে চাকরি হারিয়েছিলেন ১৭ হাজার কর্মী। এর মধ্যে ছিল জোম্যাটোর (Zomato) মতো অনলাইন ফুড ডেলিভারি সংস্থাও।

Related articles

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...

পার্থর গোপন ভয়েস ক্লিপ আছে! কার সঙ্গে? বিস্ফোরক তথ্য দিলেন বৈশাখী

জয়িতা মৌলিক "শোভন-বৈশাখী হতে গেলে অনেক আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। ওটা ওতো সহজ নয়। শোভন নিজের বান্ধবীর দিকে...

বাংলায় আটকে যাবে অশ্বমেধের ঘোড়া! বিজেপিকে তোপ ঋতব্রতর

টেলিভিসনের টক শো-তে ভোটের ফল বেরোয় না। মানুষের পাশে থাকতে হয়। কারণ আসল হল জনতা। আর এই জনতার...
Exit mobile version