Monday, August 25, 2025

প্রায় এক বছর হতে চলল রাশিয়া আর ইউক্রেনের (Russia v/s Ukraine) মধ্যে যুদ্ধ চলছে। সাময়িক বিরতির খবর মাঝেমধ্যে শোনা গেলেও যুদ্ধ (War) পুরোপুরি থেমে যাওয়ার কোনও লক্ষণ নেই। রাশিয়া (Russia) একের পর এক সামরিক শক্তির প্রয়োগ করা সত্ত্বেও দাঁতে দাঁত চেপে পাল্টা উত্তর দিচ্ছে ইউক্রেন (Ukrain)। ঠিক এই আবহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) জীবিত থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Oleksandrovych Zelenskyy)। সুইৎজারল্যান্ডের দাভোসে তিনি প্রশ্ন করেন পুতিন কি আদৌ আর বেঁচে আছেন? এরপর থেকেই জল্পনা শুরু বিশ্বজুড়ে।

সুইৎজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের (World Economic forum) বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।শুক্রবারের প্রাতরাশ বৈঠকে বৈঠকে যুদ্ধ থামানোর জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করার কথাও বলা হয় জেলেনস্কিকে। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্টের জীবিত থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি স্পষ্টভাবে জানান, “এব্যাপারে কার সঙ্গে এবং কী বিষয়ে আলোচনা হবে, তা আমার জানা নেই। রুশ প্রেসিডেন্ট আদৌ বেঁচে আছেন কি না, তিনিই সব সিদ্ধান্ত নিচ্ছেন কি না বা কে সিদ্ধান্ত নিচ্ছেন, তা বুঝতে পারছি না।” এরপরই কড়া প্রতিক্রিয়া আসে রাশিয়ার তরফে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কটাক্ষ করে পাল্টা জবাব দেন যে ইউক্রেনের কাছে পুতিন বড়সড়ো এক মাথাব্যথা। তাই এই ধরনের কথাবার্তা বলে নিজের দেশের লোকের মনোবল বাড়াতে চাইছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। দিমিত্রি বলেন, “পুতিন ও রাশিয়ার অস্তিত্ব রয়েছে এবং থাকবে, এটা যত তাড়াতাড়ি উনি বুঝতে পারবেন ততই তা ইউক্রেনের পক্ষে মঙ্গলজনক হবে।”

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version