Monday, August 25, 2025

প্রায় এক বছর হতে চলল রাশিয়া আর ইউক্রেনের (Russia v/s Ukraine) মধ্যে যুদ্ধ চলছে। সাময়িক বিরতির খবর মাঝেমধ্যে শোনা গেলেও যুদ্ধ (War) পুরোপুরি থেমে যাওয়ার কোনও লক্ষণ নেই। রাশিয়া (Russia) একের পর এক সামরিক শক্তির প্রয়োগ করা সত্ত্বেও দাঁতে দাঁত চেপে পাল্টা উত্তর দিচ্ছে ইউক্রেন (Ukrain)। ঠিক এই আবহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) জীবিত থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Oleksandrovych Zelenskyy)। সুইৎজারল্যান্ডের দাভোসে তিনি প্রশ্ন করেন পুতিন কি আদৌ আর বেঁচে আছেন? এরপর থেকেই জল্পনা শুরু বিশ্বজুড়ে।

সুইৎজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের (World Economic forum) বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।শুক্রবারের প্রাতরাশ বৈঠকে বৈঠকে যুদ্ধ থামানোর জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করার কথাও বলা হয় জেলেনস্কিকে। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্টের জীবিত থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি স্পষ্টভাবে জানান, “এব্যাপারে কার সঙ্গে এবং কী বিষয়ে আলোচনা হবে, তা আমার জানা নেই। রুশ প্রেসিডেন্ট আদৌ বেঁচে আছেন কি না, তিনিই সব সিদ্ধান্ত নিচ্ছেন কি না বা কে সিদ্ধান্ত নিচ্ছেন, তা বুঝতে পারছি না।” এরপরই কড়া প্রতিক্রিয়া আসে রাশিয়ার তরফে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কটাক্ষ করে পাল্টা জবাব দেন যে ইউক্রেনের কাছে পুতিন বড়সড়ো এক মাথাব্যথা। তাই এই ধরনের কথাবার্তা বলে নিজের দেশের লোকের মনোবল বাড়াতে চাইছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। দিমিত্রি বলেন, “পুতিন ও রাশিয়ার অস্তিত্ব রয়েছে এবং থাকবে, এটা যত তাড়াতাড়ি উনি বুঝতে পারবেন ততই তা ইউক্রেনের পক্ষে মঙ্গলজনক হবে।”

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version