Sunday, May 4, 2025

চলতি বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) জন্মদিনটি (Birthday) বিশেষভাবে উদযাপনের পরিকল্পনা নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ তথা আরএসএস (RSS)। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, দিনটি তারা ধুমধামের সঙ্গে পালন করবে। কিন্তু আরএসএস-এর এই কর্মসূচিকেই তীব্র কটাক্ষ করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর কন্যা অনিতা বোস পাফ (Anita Bose Pfaff)। তিনি সাফ জানিয়েছেন, এই পদক্ষেপ তাঁরা বাবার উত্তরাধিকার ও মতাদর্শের আংশিক শোষণ-এর জন্য করতে চাইছে। তাঁর অভিযোগ, আরএসএস-এর মতাদর্শের সঙ্গে জাতীয় নেতার মতাদর্শের কোনও মিল নেই। আরএসএস জাতীয়তাবাদী কিন্তু নেতাজি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন। দুটির ভিত্তি একেবারেই আলাদা। অনিতার কথায় নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে দেশের অন্যান্য যে কোনও রাজনৈতিক দলের তুলনায় কংগ্রেসের (Congress) মিল রয়েছে সবথেকে বেশি।

উল্লেখ্য, প্রতিবছরের মতো চলতি বছরেও নেতাজির জন্মদিন বিশেষ সমারোহ করে পালন করতে চলেছে কেন্দ্র। পিছিয়ে নেই আরএসএসও। দেশজুড়ে তারাও ২৩ জানুয়ারি মহা সমারোহে পালনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কলকাতায় শহিদ মিনার ময়দানে ‘নেতাজি লহ প্রণাম’ কর্মসূচিতে যোগ দেবেন খোদ সংঘপ্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। সংঘের তরফে সাফ জানান হয়েছে, নেতাজিকে মর্যাদার সঙ্গে সম্মান জানানো হবে। আর সংঘের এই ‘অতিসক্রিয়তাকেই’ স্রেফ রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা বলেই মনে করছেন নেতাজি কন্যা অনিতা বসু পাফ।

অনিতার আরও অভিযোগ, আমি আরএসএস-এর মতাদর্শ সম্পর্কে যা শুনেছি তা থেকে আমি একমত এই সংগঠনের আদর্শের সঙ্গে নেতাজির আদর্শ একেবারেই মেলে না। দুটি মূল ব্যবস্থাকে কখনই একছাদের তলায় আনা যায় না। তবে আরএসএস যদি নেতাজির আদর্শকে গ্রহণ করে বা নেতাজির ধারনাগুলিকে মেনে নিতে চায় তাহলে তা খুবই ভাল হবে। কিন্তু আরএসএস ও নেতাজির ধারনা বা আদর্শের অনেক পার্থক্য রয়েছে।

 

 

Related articles

কাশ্মীরের রমবানে খাদে সেনার গাড়ি, মৃত্যু ৩ জওয়ানের

ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধ জিগিরের মাঝেই ফের বিপর্যয় ভারতীয় সেনায় (Indian Army)। কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল তিন সেনা...

১৫ দিনে দ্বিতীয়বার! খড়গপুর আইআইটি-তে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

খড়গপুর আইআইটি-র হস্টেল থেকে মিলল আরও এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। মাত্র চার মাসের ব্যবধানে এই নিয়ে তৃতীয় মৃত্যু...

প্রয়াত ১২৯ বছর বয়সী দেশের প্রবীণতম ‘যোগী’ স্বামী শিবানন্দ বাবা

যোগেই (Yoga) রোগ মুক্তির কথা বলেছিলেন তিনি। জীবন দর্শনকে জীবনশৈলীতে বাস্তবায়িত করে দেখিয়েছেন। এবার শেষ হলো পথ চলা।...

অবশ্যই যেতে হবে: দিলীপের পথে জগন্নাথ মন্দিরের প্রশংসায় আরও এক বিজেপি সাংসদ

বাংলায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) প্রতিষ্ঠা নিয়ে রাজনীতির খেলায় বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের সেই মন্দির প্রতিষ্ঠায় যাওয়া নিয়েও...
Exit mobile version