Tuesday, May 6, 2025

সপ্তাহের শেষে দুর্ভোগ দক্ষিণ কলকাতাবাসীর কপালে। কালীঘাট (Kalighat) থেকে টালিগঞ্জ (Tollygunge), যাদবপুর (Jadavpur) থেকে বেহালা (Behala), শনিবার বেলা দশটার পর থেকে রবিবার সকাল পর্যন্ত এই বিস্তীর্ণ অঞ্চলে জল সরবরাহ ব্যাহত হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)।প্রাথমিকভাবে জানা যাচ্ছে গার্ডেনরিচ জল প্রকল্প থেকে শুরু করে পাইপ লাইনের মেরামতি এবং একাধিক বুস্টার পাম্পিং স্টেশনে (Booster Pumping Station) সংস্কারের কাজ চলার কারণে কিছুটা ভোগান্তির মুখে পড়তে চলেছেন দক্ষিণ কলকাতার (South Kolkata)বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা।

গত বুধবার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুরসভা। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ জানুয়ারি অর্থাৎ শনিবার সকাল দশটার পর থেকে এস পি মুখার্জি রোড এবং বনমালী মণ্ডল রোডের সংযোগস্থলে জলের পাইপলাইনে মেরামতির কাজ হবে। এছাড়াও দক্ষিণ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে একাধিকবার পানীয় জলের পাইপ লাইন ফেটে বিপত্তি ঘটছে। তাই ভবিষ্যতে যাতে স্থানীয় বাসিন্দাদের সমস্যার মধ্যে না পড়তে হয় তাই ১৪০০ মিলিমিটারের পাইপলাইনের মেরামতির কাজ হবে। এই কাজের জন্য শনিবার সকালে জল দেওয়ার পর সারাদিন বন্ধ থাকবে সরবরাহ। ৮ ও ৯ নম্বর বরো এলাকা ছাড়াও আংশিকভাবে ১০, ১১, ১২ ও ১৫ নম্বর বরোতেও পরিষেবা ব্যাহত হবে। পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগ (Department of Drinking Water Supply) সূত্রে জানা যাচ্ছে চেতলা, কালীঘাট, হরিশপার্ক, রানিকুঠি, লায়েলকা, গল্ফগ্রিন, গরফা, গান্ধী ময়দান সহ বেশ কিছু অঞ্চলে জল বন্ধ থাকবে। ২২ জানুয়ারি সকাল থেকে পুনরায় পরিষেবা চালু হবে বলে পুরসভা সূত্রে খবর।

Related articles

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী পর্দার ‘বিনোদিনী’, রুক্মিণীকে শুভেচ্ছা দেবের

বাংলার নাট্য সম্রাজ্ঞীর জীবনকে বড়পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে দর্শকের প্রশংসা করিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এবার 'বিনোদিনী, একটি নটীর...
Exit mobile version