সুন্দরবনের দুই গ্রামে সাড়ে তিনশো কম্বল বিতরণ করল ‘মৈত্রেয়ী’

১৫ জানুয়ারি ২০২৩ দিনটি একদম অন্যরকম ভাবে কাটালেন ‘মৈত্রেয়ী’র (Maitreyi) সদস্যরা। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে থাকা ছোট ছোট ছেলে মেয়েদের মুখের হাসি এক নতুন গল্প তৈরি করল নতুন বছরের পৌষ সংক্রান্তিতে। রবিবার ‘মৈত্রেয়ী’র (Maitreyi) তরফ থেকে সুন্দরবনের (Sundarban) প্রত্যন্ত দুই গ্রামে প্রায় সাড়ে তিনশ (350) জন মানুষকে কম্বল বিতরণ (blanket distribution) করা হল। প্রথমে যাওয়া হয় জেলিয়াখালি গ্রামে (Jeliakhali)। সেখানে একশ কুড়িটি পরিবারের হাতে এই কম্বল তুলে দেওয়া হয়। সেখানকার মানুষের সঙ্গে মিলেমিশে গল্প আড্ডায় দারুন সময় কাটান মৈত্রেয়ী’র (Maitreyi) সদস্যরা।

পরের গন্তব্য ছিল সুন্দরীখালি (Sundari Khali) গ্রাম। সেখানে আরও ১০০ জনকে শীতের হাত থেকে বাঁচতে কম্বল উপহার দেওয়া হয়। পাশাপাশি ছোটদের চকোলেট দেওয়া হয়। গ্রামবাসীরা এই উপহার পেয়ে ভীষণ খুশি হন এবং তাঁরাও নিজেদের হাতে বানানো পিঠে খাইয়ে মন জয় করে নেন মৈত্রেয়ী’র সদস্যদের।

আরও পড়ুন- ৯৩ তম জন্মদিনে ‘বিবাহ অভিযান’, বিয়ে করলেন চাঁদে পা রাখা দ্বিতীয় ব্যক্তি

 

Previous article৯৩ তম জন্মদিনে ‘বিবাহ অভিযান’, বিয়ে করলেন চাঁদে পা রাখা দ্বিতীয় ব্যক্তি
Next articleমায়ের গানের স্বরলিপি, উৎপল সিনহার কলম