Thursday, August 21, 2025

ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) পর এবার জো বাইডেনের (Joe Biden) বাড়িতেও হানা দিল এফবিআই (FBI)। শনিবার ১৩ ঘণ্টা ধরে আমেরিকার প্রেসিডেন্টের (US President) বাড়িতে ম্যারাথন তল্লাশি (Search Operation) চালানো হয়। মার্কিন প্রেসিডেন্টের উইলমিংটনের বাসভবন থেকে আধ ডজনেরও বেশি গোপনীয় নথি (Confidential Documents) উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। উদ্ধার হওয়া সমস্ত নথি ইতিমধ্যেই মার্কিন বিচার বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন বাইডেনের আইনজীবী। তবে মার্কিন প্রেসিডেন্টের বাড়িতে চলা তল্লাশিকে নজরবিহীন বলেই উল্লেখ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

তবে ভোটকুশলীদের মতে, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে এই ঘটনাকে সামনে রেখে প্রচারে ঝড় তুলতে পারেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। বিরোধীদের সেই ঝড় উপেক্ষা করে নির্বাচনে জিতে ক্ষমতায় ফেরা বেশ কঠিন হবে বাইডেনের পক্ষে। তবে বাইডেনের আইনজীবী জানিয়েছেন, তল্লাশির সময় বাড়িতে ছিলেন না সস্ত্রীক বাইডেন। ১৯৭৩ থেকে ২০০৯ পর্যন্ত ডেলাওয়ারের সেনেটর ছিলেন বাইডেন। সেই সময়ের বেশ কিছু নথি ছাড়াও ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন সময়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করা হয়েছে বাইডেনের উইলমিংটনের বাড়ি থেকে। রয়েছে বাইডেনের হাতে লেখা বেশ কিছু ফাইলও। আর সেগুলি খুঁজে পাওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টই এফবিআইকে তল্লাশি চালাতে বলেছিলেন।

তবে বাইডেন সাফ জানিয়েছেন, আমার আইনজীবী আমাকে যেমন পরামর্শ দিয়েছেন তাই আমি মেনে চলছি। তবে গুরুত্বপূর্ণ সরকারি নথি কেন বাইডেন তাঁর নিজের বাড়িতে রেখেছিলেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version