Thursday, November 6, 2025

সাধারণতন্ত্র দিবসের প্রস্তুতি: কড়া নিরাপত্তা ব্যবস্থা, সীমানায় নজরদারি

Date:

সাধারণতন্ত্র দিবসের (Republic Day) প্রস্তুতির পাশাপাশি রাজ্যেজুড়ে নাশকতা রুখতেও সর্তক প্রশাসন। ২৩ থেকে ২৬ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকছে রাজ্য জুড়ে। কলকাতায় সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠানে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রেড রোড (Red Road) জুড়ে নজরদারি জোরদার করা হয়েছে।

একনজরে সাধারণতন্ত্র দিবসে কলকাতার নিরাপত্তা ব্যবস্থা-

• ড্রোনের মাধ্যমে নজরদারি।
• ওয়াচ টাওয়ার।
• ক্লোজ সার্কিট ক্যামেরা মনিটরিং।
• শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিভিন্ন ক্রসিংয়ে বালির বস্তার বাঙ্কার।
• বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো বাহিনীকে শহরের বিভিন্ন মোতায়ন করা হচ্ছে।
• ধর্মতলা ,পার্ক স্ট্রিট, রবীন্দ্রসদন-সহ বিভিন্ন এলাকায় জঙ্গি মোকাবিলার বিশেষ প্রযুক্তির গাড়ি ও কমান্ডো।

শহর ও জঙ্গলমহলের পাশাপাশি রেলপথেও থাকছে কড়া নজরদারি। আরপিএফের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা কুকুর ও বম্ব স্কোয়াডের দক্ষ অফিসাররা এই তিনদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লাগাতার তল্লাশি চালাবেন। একই সঙ্গে হাওড়া (Howrah) ও শিয়ালদহ (Sealdah) স্টেশন থেকে যেসব গুরুত্বপূর্ণ ট্রেন ছাড়বে তার আগে সেই ট্রেনগুলিতেও তল্লাশি চালানো হবে।

রাজ্যের জঙ্গলমহল জুড়ে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। গোয়েন্দা দফতর সূত্রে খবর, প্রতিবারের মতো এবারেও সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে মাওবাদীর তরফে পোস্টার (Poster) সেঁটে জঙ্গলমহল জুড়ে কালা দিবসের ডাক দেওয়া হয়েছে। বিশেষ সর্তকতা অবলম্বন করছে জঙ্গলমহলের প্রশাসন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম-সহ ছত্রিশগড়, ঝাড়খন্ড সীমানা সংলগ্ন এলাকায়।

এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও শিলিগুড়িতে অন্য রাজ্যের সীমানা সংলগ্ন এলাকাতে কড়া নজরদারি ব্যবস্থা করা হয়েছে। আলিপুরদুয়ার জেলার পাগড়িগুড়ি থানা এলাকায় শুরু হয়েছে ২৪ ঘণ্টার নাকা চেকিং। অসম সীমানা সংলগ্ন এলাকাগুলিতে চলছে তল্লাশি অভিযান। কলকাতা বিমানবন্দর-সহ সব কটি বড় রেল জংশন এবং দূরপাল্লার বাস স্ট্যান্ডগুলোতে গোয়েন্দা কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। জঙ্গলমহলের প্রত্যেকটি এন্ট্রি এবং এক্সিট পয়েন্টে ২৪ ঘণ্টা নাকা চেকিং-এর কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি কলকাতায় ২৫ জানুয়ারি থেকে টানা ২১ টি পয়েন্টে নাকা চেকিং ও তল্লাশি অভিযান শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version