Tuesday, August 12, 2025

বছরের শুরুতেই ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত মার্কিন মুলুক। শনিবার ছিল চিনা নববর্ষ। সেই উপলক্ষে আমেরিকার ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্কে জড়ো হয়েছিলেন বহু মানুষ। সেই অনুষ্ঠান শেষ হতেই বন্দুকবাজের তাণ্ডব শুরু হয়ে যায়। স্থানীয় সময় শনিবার রাত ১০টার পরে বন্দুকবাজের হামলা শুরু হয়।

তবে এখনও পর্যন্ত বন্দুকবাজকে গ্রেফতার করা গিয়েছে কি না, তা স্পষ্ট নয়। ঠিক কত জনের মৃত্যু হয়েছে তা-ও স্পষ্ট করে জানা যায়নি। ওই ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও ১৬ জন। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১০টা নাগাদ ওই পার্কে হামলা চালায় বন্দুকবাজ। হামলাকারীরা সংখ্যায় কতজন ছিলেন, তা অবশ্য স্পষ্ট নয়। চিনের চন্দ্র নববর্ষ পালন উৎসব উপলক্ষ্যে ক্যালিফোর্নিয়ার পার্কে বহু মানুষ জমায়েত করেছিলেন। পার্কে ঢুকে আচমকা গুলি চালানোয় সকলের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পালানোর সময় অনেকে পড়ে গিয়ে আহত হন বলেও জানা গিয়েছে।

অন্যদিকে শনিবারই সোমালিয়ায়  জঙ্গি দমনে বড় সাফল্য পেয়েছে মার্কিন সেনা। এরই পাশাপাশি, গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের  বাড়িতে চলে ম্যারাথন তল্লাশি। বাজেয়াপ্ত হয় আধ ডজনের বেশি গুরুত্বপূর্ণ নথি। এর মধ্যে রয়েছে ক্লাসিফায়েড ডকুমেন্টও। প্রায় ১৩ ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চলে বলে জানিয়েছেন প্রেসিডেন্টের অ্যাটর্নি। মার্কিন প্রেসিডেন্টের বাড়িতে এহেন তল্লাশিকে নজরবিহীন বলেই উল্লেখ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের দাবি, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে এই ঘটনাকে সামনে রেখে প্রচার ঝড় তুলবে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। বিরোধীদের সেই প্রচার সামলে ভোটে জেতা যথেষ্ট কঠিন হবে ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের।

আগামী বছরের নভেম্বরে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সেখানে বিরোধী দল রিপাবলিকান পার্টির হয়ে মনোনয়ন দিতে পারেন ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি । সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন তিনি।

 

Related articles

বর্ধমান রোডে ভয়াবহ দুর্ঘটনা! মৃত গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী

হুগলিতে (Hooghli) ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের সদস্যার (Gram Panchayat Member) স্বামী। ঘটনাটি ঘটেছে সোমবার...

কোনও CC ক্যামেরায় দেখা যায়নি অভয়ার মাকে মারা হয়েছে, ফুটেজে থাকলে দিন: জয়েন্ট CP

বিজেপির কর্মসূচিতে আহত হয়েছিলেন আর জি করের মৃত চিকিৎসক পড়ুয়ার মা। কিন্তু তিনি কীভাবে চোট পেলেন- তা নিয়ে...

জটিল স্নায়ু রোগে আক্রান্ত হয়েই টেনিস ছেড়েছিলেন মনিকা সেলেস

মনিকা সেলেসের (Monica Seles) নামটা শুনলে সবার আগে একটাই ছবি ভেসে ওঠে। স্টেফি গ্রাফের এক ভক্ত ছুড়ি মেরেছিল...

জীবিত মানুষকে মৃত! কমিশনকে কাজ করার নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করলেও জীবিত ভোটারদের মৃত বলে খসড়া তালিকায় পেশ...
Exit mobile version