Saturday, August 23, 2025

নেতাজির ১২৬ তম জন্মদিনে শ্যামবাজার পাঁচমাথা মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Andanda Bose)। তার পরেই ছুঁয়ে দেখলেন নস্টালজিয়া (Nostalgia)। গেলেন নিজের পুরনো কর্মস্থলে। এদিন ফের বাংলা ভাষা শেখার আগ্রহ প্রকাশ করেন রাজ্যপাল।

এদিন সি ভি আনন্দ বোস বলেন, নেতাজি দেশনায়ক। নেতাজির আদর্শে দেশের প্রত্যেক মানুষ অনুপ্রাণিত। তিনি চিরঞ্জিবী। তাঁর মৃত্যু নেই। নেতাজির আদর্শে যুব সমাজকে এগিয়ে চলতে তিনি আহ্বান জানান।

নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে রাজ্যপাল চলে যান বাগবাজার স্ট্রিটের SBI-এর শ্যামবাজার শাখায়। কারণ, কর্মজীবনের প্রথম দিকে ওই শাখায় প্রোবেশন অফিসার হিসেবে কাজ করেছেন আনন্দ বোস। সালটা ১৯৭৪। ওখানেই কাজ শুরু করেন বর্তমান রাজ্যপাল। এদিন সেখান গিয়ে নস্টালজিক হয়ে পড়েন রাজ্যপাল। জানান নিজের কর্মজীবনের কথা। এসবিআইয়ের নানা বিষয় সম্পর্কে নিজের মতামত প্রকাশ করেন সিভি আনন্দ বোস। কৃষকদের জন্য একটা সহজ স্কিম চালু করতে এসবিআইকে পরামর্শ দেন রাজ্যপাল।

এদিন ফের বাংলা ভাষা শেখার আগ্রহ প্রকাশ করেন রাজ্যপাল। একই সঙ্গে কলকাতার রসগোল্লার প্রতি তাঁর যে টান, এদিন সে কথাও বলেন তিনি। নাম করেন কেসি দাসের রসগোল্লার।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version