Wednesday, December 3, 2025

ফের অস্ট্রেলিয়ার মন্দিরে হাম*লা! শান্তিপ্রিয় ইসকনের দেওয়ালে অশা*ন্তির কালো স্প্রে   

Date:

Share post:

ফের অস্ট্রেলিয়ার মন্দিরে (Australia) হামলা। এবার মেলবোর্নের (Melbourne) অ্যালবার্ট পার্কে ইসকন (Iskcon) মন্দিরের দেওয়ালে খালিস্তানপন্থীদের স্লোগান লেখার অভিযোগ। গত একমাসে এই নিয়ে অস্ট্রেলিয়ায় পরপর তিনটি মন্দিরে তাণ্ডব চালাল খলিস্তানপন্থীরা। মেলবোর্নের ওই মন্দিরের দেওয়ালে স্প্রে পেন্ট দিয়ে খলিস্তানপন্থী নেতা ভিন্দারওয়ালেকে সমর্থন জানিয়ে ভারতের বিরুদ্ধে একাধিক স্লোগান লেখা হয়েছে। সোমবার ভোরে মন্দিরের দেওয়ালে স্লোগান নজরে আসে কর্তৃপক্ষের। তবে এমন ঘটনায় রীতিমতো স্তম্ভিত ইসকনের শান্তিপ্রিয় ভক্তরা। ইতিমধ্যে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। তবে হামলাকারীরা এখনও অধরা।

ঘটনায় ইসকন মন্দির (Iskcon Temple, Melbourne) কর্তৃপক্ষ জানিয়েছে, উপাসনাস্থলে এই হামলায় তাঁরা হতবাক। অন্যদিকে, পরপর মন্দিরে তাণ্ডবের ঘটনায় ক্ষুব্ধ প্রবাসী ভারতীয়রাও। সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে চরম শাস্তির দাবি তুলেছেন তাঁরা। উল্লেখ্য, গত ১২ দিনে এই নিয়ে পরপর তিনবার অস্ট্রেলিয়ার মন্দিরে ভারত বিরোধী স্লোগান লেখার অভিযোগ। ১২ জানুয়ারি মেলবোর্নের স্বামীনারায়ণ মন্দিরের দেওয়ালে খলিস্তানপন্থীদের স্লোগান লেখা হয়। সেই ঘটনার রেশ না কাটতে ১৭ জানুয়ারি ক্যারাম ডাউনসে শ্রী শিব বিষ্ণু মন্দিরে (Shri Shiva Vishnu Temple) পোঙ্গল উৎসবের মাঝেই খালিস্তানপন্থী স্লোগান নজরে আসে। মন্দিরে ঢুকে তছনছ করা হয় বেশ কিছু সম্পত্তি। তারও আগে মেলবোর্নেরই স্বামীনারায়ণ মন্দিরেও হিন্দুত্ব বিরোধী স্লোগান লেখা হয়েছিল। কালো কালিতে দেওয়ালে লেখা ছিল, ‘খালিস্তান জিন্দাবাদ’, ‘হিন্দুস্তান মুর্দাবাদ’-এর মতো স্লোগান। তা নিয়ে উত্তেজনা চরমে ওঠে। পরিস্থিতি দ্রুত সামাল দিতে বহুত্ববাদে বিশ্বাসী সংগঠনগুলি একসঙ্গে আলোচনায় বসে। ভিক্টোরিয়া প্রদেশেই জরুরি বৈঠক হয়।

আর এবার ইসকন মন্দিরে একই ঘটনার পুনরাবৃত্তি। ইসকনের জনসংযোগ বিভাগের কর্তা ভক্ত দাস বলছেন, অন্য ধর্মের প্রতি অশ্রদ্ধা থেকে যা যা ঘটছে, তা আমরা ভাবতেও পারিনি। আমরা আতঙ্কিত, বিধ্বস্ত। পুলিশকে সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে যাতে অপরাধীদের খুঁজে বের করতে পারে।

 

 

spot_img

Related articles

জেলা সফরে বহরমপুরে মুখ্যমন্ত্রী: বুধের সভার জন্য প্রস্তুত মালদহের গাজোল

মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। পৌঁছে যান মুর্শিদাবাদে বহরমপুরে। বুধবার সকালে  তিনি হেলিকপ্টারে করে উড়ে...

নিভৃতে… খাদ্যহীন! যার জন্য দেশে সূ্ত্রপাত ‘নারী আন্দোলনে’র, সেই ‘মথুরা’ই দুরবস্থায় মহারাষ্ট্রে

সেই সালটা ১৯৭২। এখন ২০২৫। মাঝে পেরিয়েছে ৫৩ বছর। এর মধ্যে তাঁকে ভুলেই গিয়েছে গোটা দেশ। হঠাৎ মনে...

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...