Thursday, May 22, 2025

রাজ্যের প্রকল্পে আগ্রহী বিহার! শোভনদেবের সঙ্গে সাক্ষাৎ প্রতিবেশী রাজ্যের কৃষিমন্ত্রীর

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) মস্তিস্কপ্রসুত একের পর এক জনমুখী প্রকল্প কুড়িয়েছে বিশ্বসেরার সম্মান। এরাজ্যের প্রকল্পে আগ্রহ দেখিয়েছে দেশের অন্যান্য একাধিক রাজ্য। বাংলার প্রকল্পে আগ্রহ দেখিয়ে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেবের সঙ্গে সাক্ষাৎ করতে নবান্নে এলেন বিহারের কৃষিমন্ত্রী কুমার সরবজিৎ(Kumar Sabarjit)। সূত্রের খবর, কৃষিক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি নিয়ে বিস্তারিত জানতে এদিন নবান্নে(Nabanna) শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay) সঙ্গে সাক্ষাৎ করেন বিহারের কৃষিমন্ত্রী(Agriculture Minister)।

‘বাংলা শস‌্য বিমা যোজনা’য় চাষিদের ২২৮৬ কোটি টাকার ক্ষতিপূরণ দিয়ে সদ্যই নজির গড়েছে নবান্ন। কেন্দ্রের এক টাকাও সাহায‌্য না নিয়ে এত বড় শস‌্য বিমা প্রকল্প পূর্ব ভারত তো বটেই গোটা দেশেই বিরল। যেখানে চাষিকে এক পয়সাও দিতে হয়না। প্রিমিয়ামের সবটাই বহন করে রাজ‌্য। আবহাওয়ার খামখেয়ালিপনা হোক বা প্রাকৃতিক বিপর্যয়, চাষের ক্ষতি হলেই মেলে ক্ষতিপূরণ। বাংলার নিজস্ব এই শস‌্য বিমা যোজনা এতটাই মানবিক ও বিজ্ঞানসম্মত যে ওড়িশার (Odisha) মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সরকারও এই প্রকল্পকে নিজ রাজ্যে লাগু করার সিদ্ধান্ত নিয়েছে। গত সপ্তাহেই ওড়িশার যুগ্মসচিব ও উপ সচিব পদমর্যাদার দুই আধিকারিক নবান্নে এসে কৃষি দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা-সহ রাজ্যের একাধিক কৃষি আধিকারিকের সঙ্গে বৈঠক করেন। অনুমান করা হচ্ছে বিহার সরকারও বাংলার এই প্রকল্পকে নিজ রাজ্যে লাগু করতে আগ্রহী। যার জেরেই শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন বিহারের কৃষিমন্ত্রী।

উল্লেখ্য, বাংলার শস্য বিমা যোজনা ও কৃষকবন্ধুর প্রকল্পের সমতুল্য কেন্দ্রের দুটি প্রকল্প রয়েছে যেগুলি হল প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনা ও কৃষি বিমা যোজনা। তবে কেন্দ্রের প্রকল্পের চেয়ে সুযোগ সুবিধার দিক থেকে অনেক বেশি এগিয়ে রাজ্যের এই প্রকল্প। সংশ্লিষ্ট মহলের দাবি, রাজ্যের আধুনিক এই প্রকল্পই আগ্রহী করে তুলেছে বিহারকে। যার জেরেই সোমবার নবান্নে রাজ্যের কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিহারের কৃষিমন্ত্রী সরবজিৎ।

Related articles

কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূলের প্রতিনিধি দল উপত্যকায়, বৈঠক ওমর আবদুল্লার সঙ্গে 

পহেলগাম সন্ত্রাস হামলার পরবর্তী সময়ে কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছাল উপত্যকায়। সীমান্তবর্তী...

পরিযায়ী শ্রমিকদের প্রতি বিশেষ নজর মুখ্যমন্ত্রীর

বাংলার বিভিন্ন শ্রমিকদের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে। বাংলায় ফিরে এলে তাদের যাতে কোনওরকম...

শিক্ষকদের মতো আচরণ করুন! আন্দোলনকারী শিক্ষকদের বললেন বিচারপতি

বিকাশ ভবনে অবস্থানকারী শিক্ষকদের মুখ পুড়ল হাইকোর্টে। বুধবার একটি মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট বার্তা দিয়ে বলেন,...

শুরু হচ্ছে ডিজিটাল ব্যবস্থা! রাজ্য সরকারি কর্মীদের বেতন-পেনশন বিল এবার অনলাইনেই

রাজ্য সরকারি কর্মীদের বেতন, বকেয়া ও মাসিক পেনশন বিল জমার প্রক্রিয়ায় আসছে বড়সড় পরিবর্তন। এবার থেকে এইসব বিল...
Exit mobile version