Friday, November 14, 2025

মঙ্গলে অভিষেকের মেঘালয় সফরে ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল !

Date:

মেঘালয় (Meghalaya) জয়ের রণকৌশল সাজিয়ে আগেই সাজিয়ে ফেলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দফায় দফায় মেঘালয় গিয়ে সংগঠন মজবুত করার পাশাপাশি দলীয়কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তৃণমূল কংগ্রেসের সেনাপতি দৃপ্ত ভাষণে এবং নম্র ব্যবহারে মন জয় করে ফেলেছেন মেঘালয়বাসীর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সঙ্গে নিয়ে অভিষেক বারবার মেঘালয়ে গিয়ে জনসংযোগ কর্মসূচি সেরেছেন। আজ মঙ্গলবার ফের মেঘালয় যাচ্ছেন তিনি। তাঁর উপস্থিতিতেই ইস্তাহার (Manifesto) প্রকাশ করবে সেখানকার প্রধান বিরোধীদল বলেই জানা যাচ্ছে।

পাখির চোখ বিধানসভা নির্বাচন, তাই দলের কর্মী সমর্থকদের কাজে যাতে কোনও গাফিলতি না থাকে তার জন্য সজাগ দৃষ্টি রেখেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৪ জানুয়ারি অর্থাৎ আজ মঙ্গলবার ভোট প্রচারে মেঘালয় যাচ্ছেন অভিষেক। থাকবেন মেঘালয় তৃণমূল নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা ডক্টর মুকুল সাংমা (Mukul Sangma) , সহ-সভাপতি জেমস লিংডো, রাজ্য সভাপতি চার্লস পিনগ্রোপ, মেঘালয়ে দলের ইনচার্জ মন্ত্রী মানস ভুঁইয়া এবং সাংসদ ডেরেক ও ব্রায়েন। ৬০ আসনের মেঘালয় বিধানসভায় এখনও পর্যন্ত ৫২ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। গত ১৮ জানুয়ারি মেঘালয়ের মেন্দিপাথারে বিশাল জনসভায় যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে দু*র্নীতি মুক্ত নতুন মেঘালয় তৈরির কথা বলেন অভিষেক। তাঁর মন্তব্য, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকেই ভোট দেওয়া। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ইস্তেহার প্রকাশ করে তৃণমূলের তরফে মেঘালয়ের উন্নতির কোন কোন দিকে জোর দেওয়া হচ্ছে সেই সব কিছুই তুলে ধরা হবে।

Related articles

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...
Exit mobile version