Monday, November 17, 2025

মঙ্গলে অভিষেকের মেঘালয় সফরে ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল !

Date:

মেঘালয় (Meghalaya) জয়ের রণকৌশল সাজিয়ে আগেই সাজিয়ে ফেলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দফায় দফায় মেঘালয় গিয়ে সংগঠন মজবুত করার পাশাপাশি দলীয়কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তৃণমূল কংগ্রেসের সেনাপতি দৃপ্ত ভাষণে এবং নম্র ব্যবহারে মন জয় করে ফেলেছেন মেঘালয়বাসীর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সঙ্গে নিয়ে অভিষেক বারবার মেঘালয়ে গিয়ে জনসংযোগ কর্মসূচি সেরেছেন। আজ মঙ্গলবার ফের মেঘালয় যাচ্ছেন তিনি। তাঁর উপস্থিতিতেই ইস্তাহার (Manifesto) প্রকাশ করবে সেখানকার প্রধান বিরোধীদল বলেই জানা যাচ্ছে।

পাখির চোখ বিধানসভা নির্বাচন, তাই দলের কর্মী সমর্থকদের কাজে যাতে কোনও গাফিলতি না থাকে তার জন্য সজাগ দৃষ্টি রেখেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৪ জানুয়ারি অর্থাৎ আজ মঙ্গলবার ভোট প্রচারে মেঘালয় যাচ্ছেন অভিষেক। থাকবেন মেঘালয় তৃণমূল নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা ডক্টর মুকুল সাংমা (Mukul Sangma) , সহ-সভাপতি জেমস লিংডো, রাজ্য সভাপতি চার্লস পিনগ্রোপ, মেঘালয়ে দলের ইনচার্জ মন্ত্রী মানস ভুঁইয়া এবং সাংসদ ডেরেক ও ব্রায়েন। ৬০ আসনের মেঘালয় বিধানসভায় এখনও পর্যন্ত ৫২ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। গত ১৮ জানুয়ারি মেঘালয়ের মেন্দিপাথারে বিশাল জনসভায় যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে দু*র্নীতি মুক্ত নতুন মেঘালয় তৈরির কথা বলেন অভিষেক। তাঁর মন্তব্য, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকেই ভোট দেওয়া। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ইস্তেহার প্রকাশ করে তৃণমূলের তরফে মেঘালয়ের উন্নতির কোন কোন দিকে জোর দেওয়া হচ্ছে সেই সব কিছুই তুলে ধরা হবে।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version