Sunday, August 24, 2025

সরস্বতী পুজোয় (Saraswati Puja) জাঁকিয়ে শীত (Winter) যে থাকবে না সে কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। সোমবার দিনভর গরম অনুভূত হওয়ার পর মঙ্গলের সকালে কুয়াশায় (Deep Fog) ঢাকল তিলোত্তমা (Kolkata)। ভোর থেকে ঘন কুয়াশার জেরে কার্যত গাড়ি চালাতে সমস্যায় পড়তে হচ্ছে ড্রাইভারদের। আগামী পাঁচ থেকে সাত দিনে আরও বাড়বে দিন ও রাতের তাপমাত্রা (Temperature) জানিয়ে দিল হাওয়া অফিস (Alipore Weather Department)।

মাঝে আর মাত্র একটা দিন তারপরই বৃহস্পতিবার দেশজুড়ে সাধারণতন্ত্র দিবস পালিত হবে। ঐদিন আবার বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। সরস্বতী পুজো এবার কার্যত উষ্ণ হতে চলেছে বলেই মত হাওয়া অফিসের কর্তাদের। সরস্বতী পুজোর দুপুরে ঘাম ঝরতে চলেছে বলেই আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবারের ভোর থেকে ঊর্ধ্বমুখী তাপমাত্রা সেই আভাস দিয়েছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ঘন কুয়াশার দাপট চোখে পড়ছে। এমন অবস্থা যে দিনের বেলাতেও লাইট জ্বালিয়ে চলাচল করছে গাড়ি। অন্যদিকে আবার ঘন কুয়াশার জেরে মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর বাসন্তীতে। স্বচ্ছ দৃশ্যমান্যতার অভাবে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে উল্টে পড়ল হলুদ ট্যাক্সি। ঘন কুয়াশার জেরে সকাল থেকেই ব্যাহত ট্রেন চলাচল। হাওড়া শিয়ালদহ শাখায় অনেক ট্রেন বাতিল করা হয়েছে। এর মাঝেই পূর্ব মেদিনীপুরের মহিষাদলে মারাত্মক রেল দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃ*ত্যু হল এক ভ্যানচালকের। সূত্রের খবর, মহিষাদলের বাবুরহাট ও চণ্ডীপুরের মাঝে, প্রহরীবিহীন লেভেল ক্রসিং এর মাঝে ভ্যানের চাকা রেললাইনে আটকে যায়। সেই সময় হাওড়া থেকে হলদিয়াগামী একটি ট্রেন আসছিল। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ট্রেন চালক ভ্যান দেখতে না পেয়ে সোজা ধাক্কা মারেন। ঘটনাস্থলে মৃ*ত্যু হয় চালকের আ*হত আরও এক।

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version