Thursday, November 6, 2025

ভাষা ভবন অডিটোরিয়ামে বুধবার অনুষ্ঠিত হল জাতীয় ভোটার দিবস।রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের পৌরহিত্যে এদিনের অনুষ্ঠান হয়। হাজির ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা, মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত, দক্ষিণ কলকাতা নির্বাচনী আধিকারিক সহ বিভিন্ন রাজনীতিক দলের নেতৃত্ব।

তৃণমূলের পক্ষ থেকে এদিন হাজির ছিলেন সুব্রত বক্সি, মন্ত্রী অরূপ বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব। এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের একটি ভিডিও বার্তা দেখানো হয়। যেখানে তিনি দেশজুড়ে নির্বাচনী প্রক্রিয়াকে শান্তিপূর্ন এবং অবাধ নির্বাচনের আহ্বান জানান।
তিনি বলেন, দেশে নতুন ভোটার দের সংখ্যা বৃদ্ধি করছে। তাদের নাম ভোটের তালিকায় অন্তর্ভূক্ত করা হচ্ছে। অনুষ্ঠানে নতুন ভোটারদের হাতে ভোটার কার্ড তুলে দেন স্বরাষ্ট্রসচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিক সহ অন্য বিশিষ্ট ব্যাক্তিরা। এদিন নির্বাচন কমিশনের একটি বইপ্রকাশ করা হয়। এছাড়া গত একবছরের নির্বাচন সম্পর্কিত একটি পুস্তিকারও সূচনা করা হয়।ভোটার তালিকা সংশোধন, তালিকায় নাম তোলার কাজে দক্ষতার জন্য দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তাকে পুরস্কৃত করেন স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা । মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বলেন, ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করার চেষ্টা করা হচ্ছে। ভোটের তালিকা নাম তোলার জন্য চারটি সুযোগ দেওয়া হচ্ছে।

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version