৪০তম বছরে পা দিল ভিয়ানা স্পোর্টিং ক্লাবের সরস্বতীপুজো

রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে সরস্বতীপুজোর (Saraswati Puja) উদ্বোধন। রাত পোহালেই বাগদেবীর আরাধনা। সেই সঙ্গে সাধারণতন্ত্র দিবস (Republic Day) পালন। স্কুল-কলেজের পাশাপাশি বিভিন্ন ক্লাবেও চলছে সরস্বতী বন্দনার শেষ মুহূর্তের প্রস্তুতি। আমহার্স্ট স্ট্রিট অঞ্চলের ভিয়ানা স্পোর্টিং ক্লাবের সরস্বতীপুজো এবার ৪০তম বছরে পড়ল। ইতিমধ্যেই পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। উদ্বোধন করেন তৃণমূল (TMC) বিধায়ক তাপস রায় (Tapas Ray)। ছিলেন তৃণমূল নেতা সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি, প্রফেসর সুজয় বিশ্বাস, ডা: পার্থসারথি মুখোপাধ্যায়-সহ অনেকে। গিয়েছিলেন কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুও (Shantiranjan Kundu)।

সরস্বতীপুজার দিনেই সাধারণতন্ত্র দিবস পড়ায় এবার পুজো মণ্ডপের সামনেই পতাকা উত্তোলন করা হবে বলে জানিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্ক পান্ডে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সারা বছরই বিভিন্ন সমাজ সেবামূলক কাজের মধ্যে জড়িত থাকে ভিয়েনা ক্লাব। কখনও কম্বল বিতরণ বা পিছিয়ে পড়া পরিবারের শিশুদের পোশাক বিতরণ করা হয়। প্রতি বছরই সরস্বতীপুজোর পরের দিন ভোগ বিতরণ করা হয়। এলাকার প্রায় ২০০০ মানুষ ভোগ গ্রহণ করেন।

আরও পড়ুন- জাভেদ শামিম-সহ বাংলার ২২ পুলিশ আধিকারিক পাচ্ছেন রাষ্ট্রপতি-পুলিশ পদক

 

 

Previous articleমাথায় চোট আকাশদীপের, দ্বিতীয় দিনের শেষে বাংলার রান ২ উইকেট হারিয়ে ৩৯
Next articleনিজেই দেবী সরস্বতীর আরাধনা করতে চান? জেনে নিন তিথি এবং পুজোর মন্ত্র