সাধারণতন্ত্র দিবসে (Republic day) সুখবর দিলেন ভারতীয় ক্রিকেট (Indian Cricket) দলের তারকা অলরাউন্ডার। ২০১৬ সালে আজকের দিনেই টি২০ (T20) ফরম্যাটে দেশের হয়ে অভিষেক হয়েছিল হার্দিকের। তাই সেই কথা মনে করিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন হার্দিক (Hardik Pandya)। পাশাপাশি এক্স ক্যাপ্টেন কুলের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন ‘শোলে ২ কামিং সুন (Sholey 2 coming soon)।’ সেখান থেকেই জোর জল্পনা হার্দিকের বিগ স্ক্রিন আবির্ভাব নিয়ে।
এই মুহূর্তে প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) শহরে রয়েছে মেন ইন ব্লু। মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচিতে রয়েছে ভারত-নিউজিল্যান্ড টি২০ সিরিজের প্রথম ম্যাচ। এই মুহূর্তে রাঁচিতে রয়েছে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। এই সুযোগে ধোনির সঙ্গে দেখা করলেন টি ২০ সিরিজের ভারতীয় অধিনায়ক। আর সেখানেই হলুদ জার্সির অধিনায়কের সঙ্গে দেখা হওয়া মাত্রই সেই ছবি শেয়ার করেই ইনস্টাতে ক্যাপশন দিলেন ‘শোলে ২ কামিং সুন।’ তাহলে কী জয়-বীরু হয়ে ফিরছেন ধোনি-হার্দিক? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মাঠ থেকে বলিউডের ফিল্ডে।