Thursday, August 21, 2025

বর্ণময় কুচকাওয়াজে রেড রোডে সাধারণতন্ত্র দিবস পালন

Date:

Share post:

এবার সাধারণতন্ত্র দিবসের বর্ণময় কুচকাওয়াজের (Colorful Parade) সাক্ষী রইল মহানগর। একদিকে সাধারণতন্ত্র দিবস (Republic Day) অন্যদিকে সরস্বতীপুজো; সঙ্গে বেনজির গরম। তাও বৃহস্পতিবার, চড়া রোদের তেজ উপেক্ষা করেই কলকাতার পাশাপশি জেলা থেকেও মানুষ সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন রেড রোডে। প্রথমে পৌঁছেই নেতাজি সুভাষচন্দ্র বসুর (Subhash Bose) মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বেলা সাড়ে দশটায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) জাতীয় পতাকা উন্মোচনের মধ্যে দিয়ে কুচকাওয়াজের সূচনা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্টরা।

এর পরে একে একে পিনাক, স্মার্চ, ইউ এল এইচ, এল ৭০ সমরাস্ত্রের প্রদর্শনী ও সেনা বাহিনীর বিভিন্ন রেজিমেন্টের সুশৃঙ্খল কুচকাওয়াজের মধ্যে দিয়ে অনুষ্ঠান এগিয়ে চলে। কুচকাওয়াজে অংশ নেয় কলকাতা পুলিশের উইনার্স বাহিনীও। সেফ ড্রাইভ সেফ লাইফ, বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি এবং ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত বাংলার দুর্গোৎসবের উপর তৈরি তিনটি ট্যাবলো কুচকাওয়াজে অংশ নেয়।

কলকাতার মর্ডান, সেন্ট জেভিয়ার্স স্কুলের পাশাপাশি ডায়মন্ড হারবার হাইস্কুল, বর্ধমান গভমেন্ট মডেল মাদ্রাসা, আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সবশেষে ছিল রাজ্যের বিভিন্ন আঞ্চলিক লোকনৃত্য অনুষ্ঠান। রাজ্য সরকারের লোকপ্রসার প্রকল্পের শিল্পীরা দার্জিলিং-এর মারুনি নৃত্য, কোচবিহারের বৈরাগী নৃত্য, জঙ্গলমহলের আদিবাসী নৃত্য, ছৌ নাচ ও বাউল গান পরিবেশন করেন।

করোনার জন্য গত কয়েক বছর এই অনুষ্ঠানের আয়োজনে ভাটা পড়েছিল। এবারের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিদেশি অতিথিরাও। কোনরকম অপ্রীতিকর ঘটনা বেড়াতে হাই অ‌্যালার্টে জারি ছিল। তার উপর এবছর সাধারণতন্ত্র দিবসের দিনই সরস্বতী পুজো। তাই রাস্তায় ভিড় সকাল থেকেই উপচে পড়েছে। সেজন‌্য মঙ্গলবার থেকে হোটেল, শপিং মল, পার্ক, দ্রষ্টব‌্য স্থানগুলিতে কড়া নজরদারি শুরু করে পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ ৫০টি পয়েন্টে নাকা চেকিং চলে দিনভর।

 

রেড রোডের নিরাপত্তাতেও ছিল বিশেষ জোর। মোতায়েন ছিল ৩ হাজার পুলিশ। ২০ জন ডিসি পদমর্যাদার আধিকারিক, ৪৫ জন এসি, ১৪৮ জন ইন্সপেক্টর, ৩১২ জন সাব ইন্সপেক্টর ও ৩৪০ জন এএসআই কুচকাওয়াজের অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

 

 

 

spot_img

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...