Thursday, December 18, 2025

সরস্বতী পুজোয় আচমকা মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে আপ্লুত তিন কলেজের পড়ুয়ারা 

Date:

Share post:

আজ ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের (Republic day) পাশাপাশি সাড়ম্বরে পালিত হচ্ছে বাগদেবী সরস্বতীর আরাধনা (Saraswati Puja)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে পুজো-অর্চনা খুব পছন্দের একটি বিষয়। বিভিন্ন পুজোর অনুষ্ঠানে যোগ দেন তিনি। সে দুর্গাপুজোই (Durga Puja) হোক কিংবা কালীপুজো, জগদ্ধাত্রী পুজো। এবার সরস্বতী পুজোর অনুষ্ঠানেও যোগ দিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠান সেরে সটান তিনি চলে আসেন হাজরায় (Hazra) নিজের কলেজ যোগমায়াদেবীতে। যান আশুতোষ কলেজ (Ashutosh College) ও শ্যামাপ্রসাদ কলেজেও।

যোগমায়া দেবী কলেজেই ক্লাস হয় আশুতোষ এবং শ্যামাপ্রসাদ কলেজের পড়ুয়া। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যখন কলেজে আসেন, তখন ছিলেন ৩ কলেজের পড়ুয়াই। পড়ুয়াদের সঙ্গেই পুজো এবং ভোগের আয়োজনপর্ব দেখেন তিনি। কত জনের খাওয়ার আয়োজন করা হয়েছে, তা-ও জিজ্ঞাসা করেন। পড়ুয়াদের সঙ্গে গলা মিলিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতেও দেখা যায় তাঁকে। পড়ুয়ারা গাইছিলেন, “আকাশ ভরা সূর্য তারা।” এই গানে গলা মেলান মুখ্যমন্ত্রীও।

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষ করে এদিন হঠাৎ করেই তিনি আশুতোষ কলেজে ঢুকে যান। সেই সময় সরস্বতী পুজো চলছিল আশুতোষ কলেজে। উপস্থিত ছিলেন কলেজের ছাত্রছাত্রীরাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর প্রণাম করার পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সামান্য আলাপচারিতা করেন। ঘুরে দেখেন কলেজ চত্বর। এরপর তিনি চলে যান যোগমায়া দেবী কলেজে। সেখানেও প্রণাম করার পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সামান্য আলাপচারিতা সেরে নেন। ছাত্র-ছাত্রীদের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানো হয়।

যদিও কোনও ঘোষিত কর্মসূচি ছিল না এদিন মুখ্যমন্ত্রীর সরস্বতী পুজো উপলক্ষে কলেজে যাওয়ার। প্রস্তুত ছিল না কলেজ কর্তৃপক্ষও। পুজোর আরতিতেও শামিল হতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেড রোডে প্রায় দেড় ঘণ্টা এদিন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।রেড রোডে কুচকাওয়াজ অনুষ্ঠানের পাশাপাশি রাজ্যপালের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আশুতোষ কলেজের ছাত্রছাত্রীদের কথায়, “আমরা তখন পুজো নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ করেই দেখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজে আসছেন। আমরা তাঁকে স্বাগত জানাই। আমরা ওনাকে জানিয়েছি পুজোর ভোগ ওনার বাড়িতে আমরা পাঠিয়ে দেব। এখন মুখ্যমন্ত্রী সরস্বতী পুজোর দিন খুব সাধারণ ভাবে কলেজে কলেজে ঘুরছেন, এটা নজিরবিহীন। আমরা তাঁকে কাছে পেয়ে আপ্লুত।”

যোগমায়া দেবী কলেজের এক অধ্যাপিকা বলেন “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আসবেন, তাতে আমরা প্রস্তুত ছিলাম না। উনি হঠাৎই চলে আসেন।’’

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...