Monday, August 25, 2025

ওয়েস্ট ইন্ডিজ দলের পারফরম্যান্স মেন্টরের দায়িত্বে এবার  ব্রায়ান লারা

Date:

ওয়েস্ট ইন্ডিজ দলের পারফরম্যান্স মেন্টরের দায়িত্বে এবার  ব্রায়ান লারা। ক্যারিবীয়ান কিংবদন্তি আগেই আইপিএল এর সানরাইজার্স হায়দরাবাদের কোচের দায়িত্ব নিয়েছেন। এবার পেলেন ওয়েস্ট ইন্ডিজ দলের পারফরম্যান্স মেন্টরের দায়িত্ব। বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে এই খবর  প্রকাশ করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। ওয়েবসাইটে দানানো হয়েছে, সাবেক অধিনায়ক ও ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজের সব আন্তর্জাতিক দল ও বোর্ডের একাডেমির সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন। তাঁর নতুন ভূমিকা হবে কোচদের সহযোগিতা করা, খেলোয়াড়দের কৌশলগত পরামর্শ দেওয়া এবং তাঁদের ক্রিকেটজ্ঞান উন্নত করা। এ ছাড়া বিশ্বকাপের পরিকল্পনা ঠিক করতে ক্রিকেট পরিচালকের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবেন ৫৩ বছর বয়সী লারা।

এই মূহুর্তে ক্যারিবিয়ানদের যা অবস্থা, সেখান থেকে ঘুরে দেঁড়াতে মরিয়া তারা।  সর্বশেষ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে অস্ট্রেলিয়াতেই অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়ে ক্যারিবীয়নরা। বিশ্বকাপে দলের ভরাডুবি পর্যালোচনার জন্য গঠিত প্যানেলেও ছিলেন লারা। সে সময়ই ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে সাদা বলের নেতৃত্ব ছাড়েন নিকোলাস পুরান।

লারার দায়িত্ব সম্পর্কে ওয়েস্টইন্ডিজ বোর্ড জানিয়েছে, ‘কোচ ও খেলোয়াড়দের  দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে ব্রায়ান (লারা) আমাদের ক্রিকেট প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। আমরা আত্মবিশ্বাসী যে, তিনি আমাদের উচ্চমানের পারফর্ম করার মানসিকতা ও কৌশলগত সংস্কৃতিকে উন্নত করতে সাহায্য করবেন। তাঁকে পেয়ে খেলোয়াড়েরা উচ্ছ্বসিত।’

নতুন দায়িত্ব পেয়ে কী বলছেন লারা ? তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় খেলোয়াড় ও কোচদের সঙ্গে সময় কাটিয়ে এবং সিডব্লুআইয়ের সঙ্গে আলোচনা শেষে সত্যিই বিশ্বাস জন্মেছে যে আমি খেলোয়াড়দের মানসিক দৃষ্টিভঙ্গি ও তাদের কৌশলগুলোকে আরও সফল করতে সাহায্য করতে পারি।’ওয়েস্ট ইন্ডিজের জিম্বাবোয়ে সফরেই  লারার পরামর্শ পাবেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। সফরে দুটি টেস্ট খেলবে ক্রেইগ ব্রাফেটের দল।

 

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version