Saturday, August 23, 2025

নামিবিয়ার (Namibia) পর এবার দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে ভারতে আসছে চিতা (Cheetah)। ইতিমধ্যে ভারতের (India) সঙ্গে এই মর্মে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। জানা গিয়েছে, এবার ধাপে ধাপে ১০০টি চিতা আসতে চলেছে ভারতে। ৭০ বছর আগে এদেশ থেকে বিলুপ্ত হয়ে যায় চিতা। তারপর গতবছর নামিবিয়া থেকে মহাদেশ পেরিয়ে ৮টি চিতা আনা হয় ভারতে। তাদের এখন রাখা হয়েছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো জঙ্গলে (Kuno)। এবার খোদ দক্ষিণ আফ্রিকার বুনো চিতা পাকাপাকিভাবে বসবাস শুরু করবে এদেশের জঙ্গলে।

ভারতের পরিবেশ মন্ত্রক সূত্রে খবর, আগামী ১০ বছর ধরে ধাপে ধাপে প্রায় ১০০টি চিতা আনা হবে দেশে। তার প্রথম ধাপে আগামী ফ্রেব্রুয়ারি মাসে ১২টি চিতা আনার পরিকল্পনা হচ্ছে। উল্লেখ্য, গতবছর ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে যে চিতাগুলি আনা হয়েছিল, এই ১২টিকে তাদের সঙ্গেই রাখা হবে। জানা গিয়েছে, এভাবে আগামী ১০ বছর পর্যন্ত প্রতি বছর ১২টি করে চিতা আনা হবে ভারতে।

গতবছরই জানা গিয়েছিল, আগামী কয়েক বছরের মধ্যে আরও কয়েকটি আফ্রিকান চিতা (African Cheetah) ভারতে আসবে, এমনটাই জানিয়েছিলেন লরি মার্কার (Laurie Marker)। যিনি ‘প্রজেক্ট চিতা’র (Project Cheetah) মূল মধ্যস্থতাকারী ছিলেন। তিনি আরও জানান, বাঘেদের সংরক্ষণের বিষয়টিও নির্ভর করে মানুষের উপর। চিতা যে কোনও পরিবেশে মানিয়ে নিতে পারে এবং ভারতের আবহাওয়ার সঙ্গেও মানাতে পারবে। তবে সরকারি নথিপত্র জানাচ্ছে, ভারতে শেষ চিতাটি মারা যায় ১৯৪৮ সালে ছত্তীসগঢ়ে। তার পাঁচ বছর পর ১৯৫২ সালে ভারতে চিতা বিলুপ্ত হয়ে গিয়েছে বলে ঘোষণা করে তৎকালীন কেন্দ্রীয় সরকার। সেই সময় থেকে গত ৭০ বছর চিতা ছিল না দেশে।

 

 

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version