Saturday, December 6, 2025

বর্ষসেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার পেলেন ইংল্যান্ডের অলরাউন্ডার ন্যাট সিভার

Date:

Share post:

বর্ষসেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার জিতলেন ইংল্যান্ডের অলরাউন্ডার ন্যাট সিভার। তাঁকে ‘রাসেল হেইহো ফ্লিন্ট’ ট্রফি তথা বর্ষসেরা মহিলা ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছে আইসিসি। সিভার পেছনে ফেলেছেন ভারতের স্মৃতি মান্দানা, নিউজিল্যান্ডের আমেলিয়া কের ও অস্ট্রেলিয়ার বেথ মুনিকে। ২০২২ সালে ৩৩ আন্তর্জাতিক ম্যাচে এক হাজার ৩৪৬ রান করেছেন সিভার, পাশাপাশি শিকার করেছেন ২২টি উইকেট।
বর্ষসেরা হয়ে উচ্ছ্বসিত সিভার বলেছে, ‘আমি আমার ফর্ম নিয়ে সত্যিই খুশি। এটা ভেবেই অবাক লাগছে যে গত বছরে বিশ্বকাপ ছিল। আর বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করা আমার কেরিয়ারের অন্যতম সফলতা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচের ইনিংসটিও ছিল অসাধারণ।’
বর্ষসেরার পুরষ্কার পাওয়া ন্যাট সিভার বলেছেন, ‘আমি আমার ফর্ম নিয়ে সত্যিই খুশি। এই পুরস্কার আমাকে আরও বেশি দায়িত্ব দিল। কখনও পুরস্কারের কথা ভেবে খেলিনি। গত বছর অনুষ্ঠিত হওয়া আইসিসি নারি বিশ্বকাপে ৩য় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সিভার। তার পারফরম্যান্সে ভর করে ইংল্যান্ড উঠেছিল বিশ্বকাপের ফাইনালে। ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ান বিপক্ষে ব্যাট হাতে নিজের সামর্থ প্রমাণ করেন। ১২১ বলে খেলেছিলেন অপরাজিত ১৪৮ রানের ঝলমলে ইনিংস।
টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ১৬৯ রানের ইনিংস। ওয়ানডে ক্রিকেটে তিনি প্রায় ৬০ গড়ে এবং ৯১.৪৩ স্ট্রাইক রেটে ২০২২ সালে ৮৩৩ রান করেছিলেন। এছাড়া বল হাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৯ রান দিয়ে ক্যারিয়ার সেরা ৪ উইকেট নিয়েছিলেন।

 

spot_img

Related articles

একটা লড়াই জেতা হল: সোনালির সঙ্গী সুইটিকে ফেরানোর চ্যালেঞ্জ তৃণমূলের

একা সোনালি খাতুন নয়। লড়াইটা অন্যায়ভাবে বাংলাদেশে পুশ ব্যাক করে দেওয়া সব বাঙালির জন্য। সোনালির লড়াই প্রমাণ করেছে...

‘এসআইআর’-এর চাপে অসুস্থ আরও এক বিএলও! ভর্তি হাসপাতালে

ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন আরও এক বিএলও। হাওড়ার জগৎবল্লভপুর এলাকার ঘটনা। পেশায় শিক্ষিকা তনুশ্রী সিনহা অসুস্থ...

পথশ্রী প্রকল্পে তুঙ্গে প্রস্তুতি, একদিনেই উদ্বোধন ৯ হাজার কিমি গ্রামীণ রাস্তার

বিধানসভা নির্বাচনের আগে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে রাজ্য সরকার। পথশ্রী প্রকল্পকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক...

টেস্টের বদলা একদিনের সিরিজে, জানুন টিম ইন্ডিয়ার প্রাপ্তি তালিকা

টেস্ট সিরিজ হারের বদলা একদিনের সিরিজে। শনিবার বিশাখাপত্তনমে তৃতীয় একদিনের ম্যাচে ৬১ বল বাকি থাকতে ৯ উইকেটে দক্ষিণ...