ভারত-নিউজিল্যান্ড প্রথম টি-২০ ম্যাচে হার ভারতের। শুক্রবার নিউজিল্যান্ডের কাছে ২১ রানে হারল হার্দিক পান্ডিয়ার দল। এই হারের ফলে সিরিজে ১-০ পিছিয়ে গেল টিম ইন্ডিয়া।
ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে কিউইরা। নিউজিল্যান্ডের হয়ে অর্ধশতরান কনওয়ে এবং ডারিয়েল মিচেল। ৫২ রান করেন কনওয়ে। ৫৯ রানে অপরাজিত ডারিয়েল। ৩৫ রান করেন ফিন অ্যালন। অধিনায়ক স্টানার করেন ৭ রান। ভারতের হয়ে দুটি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট নেন অর্শদীপ সিং, কুলদীপ যাদব এবং শিভম মাভী।
জবাবে ব্যাট করতে নেমে ১৫৫ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ভারতের হয়ে লড়াই চালান সূর্যকুমার যাদব এবং ওয়াশিংটন সুন্দর। ৪৭ রান করেন সূর্য। ৫০ রান করেন ওয়াশিংটন। শুভমন গিল করেন ৭ রান। ৪ রান করেন ইশান কিষান। অধিনায়ক হার্দিক পান্ডিয়া করেন ২১ রান। কিউইদের হয়ে দুটি করে উইকেট নেন মিচেল ব্রেশওয়েল, মিচেল স্টানার এবং লকি ফার্গুসন। একটি করে উইকেট নেন জাকুব ডাফি এবং ইস সোডি।
এদিন ভারতীয় দলের ম্যাচ দেখতে এসেছিলেন মহেন্দ্র সিং ধোনি। রাঁচীর ভিভিআইপি বক্সে সস্ত্রীক হাজির ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। গ্যালারি তাঁকে দেখে আগের মতোই উত্তাল।
আরও পড়ুন:‘সরফরাজ আমাদের নজরে রয়েছে’, বললেন জাতীয় নির্বাচক শ্রীধরন