Saturday, December 6, 2025

বিজেপির প্রতিহিংসার রাজনীতিতে গ্রেফতার সাকেতকে আইনি সাহায্য দেবে তৃণমূল

Date:

Share post:

গুজরাট পুলিশের পর এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি(ED)। তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের(Saket Gokhle) বিরুদ্ধে কেন্দ্রীয় বিজেপি সরকারের(BJP Govt) রাজনৈতিক প্রতিহিংসা থামছে না কোনওভাবেই। গোখলের বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ তুলে বুধবার গুজরাটের জেল থেকেই সাকেতকে গ্রেফতার করে ইডি। এহেন পরিস্থিতির মাঝে সাকেতের পাশে থাকার সিদ্ধান্ত নিল তৃণমূল।

ইডির অভিযোগ ‘ক্রাউডফান্ডিং’-এর মাধ্যমে বিপুল অর্থ তুলেছিলেন তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে। আর সেই টাকা মদ্যপান ও শেয়ার কেনাবেচায় খরচ করেছেন তিনি। যদিও ইডির অভিযোগকে পুরোপুরি ভুয়ো বলে মনে করছে তৃণমূল। এবং শুধুমাত্র বিরোধী দলের নেতাদের নিশানা করে গোটাটাই প্রতিহিংসার রাজনীতি। যার জেরেই সাকেতের পাশে দাঁড়িয়ে তাঁকে আইনি সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিল দল। তৃণমূল সূত্রের খবর, এনসিপি থেকে কিছুদিন আগে তৃণমূলে যোগ দেওয়া দুঁদে আইনজীবী মজিদ মেমন ও সত্য মোহান্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে সাকেতকে আইনি সাহায্য দেওয়ার জন্য। গুজরাত পুলিশ দিল্লি পুলিশকে সঙ্গে নিয়ে যে ভাবে বঙ্গভবনে ঢুকে সাকেতকে গ্রেফতার করেছে, সেখানকার সিসিটিভি ফুটেজ নষ্ট করেছে, তার বিরুদ্ধে রাজ্য প্রশাসন দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করেছে। বঙ্গভবনের নিরাপত্তায় রাজ্য পুলিশের কর্মীদের মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে সাকেতকে গুজরাত পুলিশ দু’বার ভুয়ো খবর ছড়ানোর মতো অভিযোগে গ্রেফতার করেছিল। যদিও আদালতের তরফে জামিন পেয়ে গিয়েছিলেন সাকেত। শুধুতাই নয় গুজরাট পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পুলিশকে ভর্তসনা করেন বিচারক। এরপর ফের তাঁকে গ্রেফতার করে গুজরাট পুলিশ। তবে রাজনৈতিক প্রতিহিংসার গ্রেফতারিতে তিনি যে ফের জামিন পেয়ে যাবেন বুঝতে পেরেই এবার কেন্দ্রের বিজেপি সরকারের উদ্যোগে ইডিকে ব্যবহার করা হচ্ছে অভিযোগ বিরোধীদের। প্রসঙ্গত, ৩১ জানুয়ারি পর্যন্ত ইডি-র হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে সাকেতকে।

spot_img

Related articles

হাসপাতালের বেডে শুয়ে সন্তানের অপেক্ষায় সোনালি: প্রকাশ করলেন সুপ্ত ইচ্ছা

শুক্রবারই ভারতে ফিয়ে নিয়ে আসা হয়েছে অন্তঃসত্ত্বা সোনালি খাতুন এবং তাঁর ৮ বছর বয়সী ছেলেকে। রাজ্য সরকারের তত্ত্বাবধানে...

কার্ল মার্ক্সের শিষ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়! মেয়ো রোডের মঞ্চ থেকে অভিনব খোঁচা কল্য়াণের

বাংলার দক্ষ প্রশাসক মমতা বন্দ্যোপাধ্য়ায় একদিকে যেমন বাংলার শান্তি সম্প্রীতি রক্ষায় নিজে সচেষ্ট। তেমনই তাঁর সৈনিকেরাও শান্তি-সম্প্রীতি রক্ষার...

বকেয়া নিয়ে সংসদে ভুল বোঝাচ্ছে কেন্দ্র: দিল্লিতে সরব দুই ডেপুটি লিডার

শুধুমাত্র বাংলা বিরোধী জমিদারি চালে বাংলার প্রাপ্য দিতে নারাজ কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসও ছেড়ে...

বাস্তবিক সর্বধর্ম সমন্বয়ের বার্তা: মেয়ো রোড থেকে বিভাজনের বিরুদ্ধে সরব তৃণমূল

দেশের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন ৬ ডিসেম্বর। প্রতিবছর বাংলার শাসকদল তৃণমূলের তরফে এই দিনটি সংহতি দিবস হিসাবে সম্প্রীতি...